পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা। ] কংগ্রেসী কথা । ஆகு

  • সম্যক্ জ্ঞান নাই, সম্যক্ জ্ঞান হওয়া অসম্ভব ; সুতরাং তোমাদের দ্বারা দেশের শাসনকাৰ্য্য সুচারুরূপে সম্পন্ন হইতে পারে না, তাহাতে আমাদের অবিরাম সাহচর্য্য আবশু্যক। দ্বিতীয় —আমরা যে শিক্ষা লাভ করিয়াছি, তাহাতে তোমাদের সঙ্গে মিলিত হইয়া আমাদের স্বদেশের বিধিব্যবস্থাপ্রণয়নের সবিশেষ যোগ্যতা আমাদের জন্মিয়াছে । ইংরেজ এদেশে আসিয়া অবধিই একটা বড় আত্মীয়তা ও উদারতার কথা বলিয়া আসুিতেছে। সে বারংবার বলিয়া আসিয়াছে—“আমি তোমাদের সম্পত্তি হরণ করিতে আসি নাই, রক্ষা করিতে আসিয়াছি মাত্র । তোমরা নাবালক, আমরা তোমাদের অভিভাবক ও রক্ষক মাত্র । তোমাদেরই জন্য এই ক্লেশকর নিৰ্ব্বাসন গ্রহণ করিয়া, তোমাদের বিষয়াশয়ের শাসনসংরক্ষণ করিতেছি । * তোমরা সুশিক্ষিত ও সাবালক হইলেষ্ট, ক্রমে তোমাদের সম্পত্তি তোমাদের হাতে দিয়া আমাদের এ গুরুতর দায়িত্বের বোঝা মাথা হইতে নামাইয়া নিশ্চিন্ত হইব।” আমরাও এই কথা শুনিয়া নিশ্চিন্তমনে ইংরেজের শিষ্যত্বগ্রহণ করিয়া আপনাদিগের যোগ্যতাসাধনে নিযুক্ত হইলাম। কংগ্রেসের পুৰ্ব্বে ইংরেজের ঐ উদার উক্তির উপরেই আমাদের সকলপ্রকারের ভবিষ্য রাজনৈতিক আশাভরসা প্রতিষ্ঠিত ছিল ।

ঐ উদার উক্তির উপরেই কংগ্রেসেরও সকলপ্রকারের দাওয়া-দাবী প্রতিষ্ঠিত। * রাজকীৰ্য্যে আমাদিগের স্বদেশবাসীদিগকে -খহুলপরিমাণে নিযুক্ত করিতে হইবে ; কারণ, ১৮৩৩ সালে তোমরাই বলিয়াছিলে যে, আমরা শিক্ষা ও যোগ্যতা লাভ করিলেই তোমরা ক্রমে আমাদিগকে ঐ সকল কাৰ্য্যে নিযুক্ত করিবে। ১৮৫৮ সালে মহারাণী ভিক্টোরিয়া ধৰ্ম্ম সাক্ষা করিয়া আবার আমাদিগকুে ঐ আশ্বাস দিয়াছিলেন। আমরা শিক্ষা পাইয়াছি, আমরা যোগ্যতালাভ করিয়াছি—এখন আমাদের ন্যায্য অধিকার আমাদের হাতে ছাড়িয়া দাও । ইংরেজের পাঠশালা হইতে ফিরিয়া-আসিয়া যখন আমরা আমাদের স্বাধিকারে সুপ্রতিষ্ঠিত হইবার জন্য ব্যস্ত হইয়া উঠিলাম, তখন আমাদের কোলাহলে উত্যক্ত হইয়া ইংরেজ বলিতে লাগিল—“আগে . যোগ্যতা, পরে আকাঙ্ক্ষা; আগে উপযুক্ত হও, পরে অধিকার চাহিও ।” এখনো ইংরেজ ঐ এক কথাই বলিতেছে। সেদিন উদারমতি মৰ্বলী পৰ্য্যস্ত ঐ সুর ধরিয়াছিলেন। এর উত্তরে আমরাও বলিতেছি—“আমরা তো উপযুক্ত হইয়াছি, তোমরা কেবল ছল করিয়া আমাদিকে আমাদিগের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত রাখিবার জন্য আমাদের যোগ্যতা অস্বীকার, করিতেছ।” ইহাই কংগ্রেসের শেষ কথা । অতএব কংগ্রেসের সকল আয়োজন ৎ, সকল চেষ্টাই যে ইংরেজের নিকটে আমাদের নিজেদের দেশশাসনসংরক্ষণের যোগ্যতাপ্রতিপাদনে নিঃশেষিত হইবে, ইহা অার আশ্চৰ্য্য কি ? কিন্তু কংগ্রেসের এই শেষ কথার উপরেও আর একটা কথা আছে। সে কথাটা ক্রমে ধীরে ধীরে আমাদের মুখে ফুটিয়া উঠিতেছে। এইখানেই নবভারতের নূতন রাজনীতির, প্রতিষ্ঠা হইয়াছে। সে কথাটি এই--