পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রধৰ সংখ্য। ] নববর্ষের,প্রতি । 3 এনেছ বীরতা যদি, কহ আমাদেরe সে অমৃতবাণী । যে কর্ণে গুনেছি শুধু যুগ যুগ ধরি’ নিন্দ আর গ্লানি ! বলে’ যাও, পুরবের মহিমাকিরণ উদিবে আবার ? অভিশপ্ত দেশে পুন শক্তি অভিনব হইবে সঞ্চার। 6: রঙ্গিরাজেশ্বরীরূপে হেরিব জননী— স্বদেশ আমার । র্তারি লাগি সহি ক্লেশ, সুকঠোর ব্রত লইব আবার । যা করিবর্তারিকাজ, উরি গাথ গাই, র্তারি নাম মুখেণ র্তারি পুণা পদধূলি শোভিবে মাথায়, তারি ব্যথা বুকে । 輸 و \ দীও এই দীক্ষা, বর্ষ— করি প্রাণপণ .সাধি মাতৃত্ৰত ! গরীয়সী জননীর সেবায় জীবন করি যেন গত । বাহিরের বিস্তু যেন শক্তি অন্তরের করে উদ্বোধন । ক্ষুদ্র স্বার্থপদতলে নাহি করি যেন মোর আত্মবিসর্জন । ঐগিরিজানাথ মুখোপাধ্যায়।