পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] ब्राश्वृौ-झf। - 85 প্রণত হইতে হইতে অতীষ্টদেবতার স্থানে অগ্রসর হইতেছে। জনপ্রবাহের তিলেক বিরাম নাই—শতলতচক্কানিনাদে এবং সহস্ৰ সহস্র কণ্ঠের “জয় শিবশভূ” রবে দিগ্‌ • দিগন্ত প্রতিধ্বনিত হইতেছে। সহতু সহস্ৰ সন্ন্যাসী ভূতনাথের নাম লইয়া যখন সুবর্ণরেখার শীতল প্রবাহে একসঙ্গে অবগাহন করিত, সে এক চমৎকার দৃষ্ঠ । সন্ধ্যার পর কপোলে বাণ ফুড়িয়া তাহার অগ্ৰে মৃত্তিকালগ্ন প্রদীপে স্বতের আলো জালিয়া যখন তাহারা ভক্তিভরে শিবশঙ্কুর জয়োচারণ করিত, সেও একটা দেখিবর জিনিষ। চৈত্রসংক্রান্তির পূর্বরাত্রি হইতে এই মহাসমারোহের চাক আরো বাড়িয়া উঠিত। সন্ন্যাসীদের ভিতর অনেকে শ্মশানবাসী মহেশ্বরের ভূতপ্রেত সাজিয়া সমস্তরাত্রি সুবর্ণরেখার বিস্তৃত বেলাভূমে নরকপাল সংগ্ৰহ করিত। পরদিন তাহারা কৃত্রিম আগুলফলম্বিত কৃষ্ণকেশরাজি এবং ভূত বা রাক্ষসের মুখোস পরিয়া দলে দলে বামহস্তে নরমুণ্ড ও দক্ষিণে তীক্ষুধার খড়গ ধারণ করিয়া উল্লাসে উদ্ধাম নৃত্য করিয়া বেড়াইত। ময়ূরভঞ্জপ্রদেশের বন্যজাতিরা এইদিন সদলবলে মাদোল বাজাইয় তাহদের • সমরাভিনয় এবং নৃত্যগীতের পরিচয় দিত । নারায়ণগড়অঞ্চলের গৌড়গোয়াল ও বাগ্‌দীরা বহু দলে সমবেত হইয়া লাঠি এবং তরবারি খেলার প্রতিযোগিতায় ৰোগ দিত। তাহাতে অনেকসময় রাগরাগি-দ্বেষাৰেবি, এমনকি, রক্তপাতও হইতে দেখা গিয়াছে। ফলত হিমাচলেৰু* প্রেতগণ সেদিন য়ে সত্যসত্যই সন্ন্যাসী s ভক্তদের স্কন্ধে অবতীর্ণ হইতেন, এরূপ বিশ্বাস করিবার কারণ অাছে। এই প্রেতাভিনয় শেষ হওয়ার পর চড়কগাছে পাকখেলার পর্য্যায় এবং ইহাই গাজনোৎসবের শেষ অঙ্ক । যেদিনকার কথা বলিতে বসিয়াছি, সেদিন অন্তান্ত বৎসরের মত রাজপথের অনতিদূরে প্রকাও চড়কগাছ তাহার দোহুল্যমান বুৰ্জ্জুবাহুযুগ লইয়া জনসমাগমের প্রতীক্ষা করিতেছিল। মেলার লোকে দেখিতে দেখিতে সে স্থান পূর্ণ করিয়া ফেলিল। তখন সন্ন্যাসীর পৃষ্ঠে বিদ্ধবাণ সন্ন্যাসীকে প্রায় শূন্তে তুলিতে তুলিতে চড়কগাছে উঠাইয়া দিল। তার পর মহোৎসুাহে চড়কের দোল সুরু হইল। • এমন সময়ে সহসা সে জনকোলাহল নিমজ্জিত করিয়া কিসের শব্দ আসিতে লাগিল ৷ পলকে পলকে তাহার কল্লোল স্পষ্টতর হইতেছিল। কেহ ভাবিল --সুবর্ণরেখার বন্যাগৰ্জন, কেহ মনে করিল-প্রবল * ঋটিকাবৰ্ত্ত। জনস্রোত ভয়চকিত কিংকৰ্ত্তব্যবিমুঢ় হইয়া নীরবে ঔংস্থক্যের সহিত অপেক্ষা করিতেছিল। স্থিরকণ্ঠে কেহ বলিল—“পালাও পালাও, বগা আসিতেছে।” তখন সেই জনতাসমুদ্র অতিমাত্র সংক্ষুব্ধ • এবং বিশৃঙ্খল হইয়া উঠিল । বাঙলায় বগীর সেই প্রথম অভিযান হইলেও তাম্বুদের কথা লোকুর • শুনিতে বাকী झिल ক্রমণ।