পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । ] আমার তৃতীয়বিবাহোৎপন্ন দোষ ও মৃত্যুকে সত্বরে বিনাশ করুন।’ অনন্তর অর্ককস্তাপ্রদানের জন্ত পূৰ্ব্ববৃত আচাৰ্য্য যথাবিধি বরকে গন্ধ, মাল্য বস্ত্র, উীষ, যজ্ঞোপবীত ও হস্তকর্ণাদিবিভূষণ অর্পণ করিয়া অর্ককন্ত সম্প্রদান করিবেন। কন্যাসম্প্রদানে ত্রিপুরুষের নাম ও গোত্রের . উল্লেখ আবশ্যক। অর্ককন্সার গোত্র হইতেছে কাশ্যপ, প্রপিতামহ আদিত্য, পিতামহ সবিতা ও পিতা স্বয়ং আচাৰ্য্য । * আচাৰ্য্য এই মন্ত্রে কস্তাসম্প্রদান করিবেন - ‘অর্ককন্যামিমাং বিপ্র যথাশক্তি বিভূষিতাম্। গোত্রায় শৰ্ম্মণে তুভ্যং দত্তাং বিপ্র সমাশ্রয় ॥’ ‘হে বিপ্র, যথাশক্তি অলঙ্কত এই কন্যাকে অমুকগোত্র অমুকশৰ্ম্মা • আপনাকে প্রদান করিলাম, আপনি গ্রহণ করুন।: এই অর্ককস্তাবিবাহেও হোমাদি সমস্ত ব্যাপারই আছে । পূৰ্ব্বে কাপাসতন্থদ্বারা অর্কবৃক্ষকে বেষ্টন করিবার কথা বলা হইয়াছে। গায়ত্রীমন্ত্রে নান্দীশ্ৰাদ্ধ ও ঐ স্বত্র বেষ্টন করিতে হয়। কন্যাসম্প্রদান শেষ হইলে ঐ স্বত্রকে পঞ্চগুণ করিয়া ‘বৃহৎসামনামক প্রসিদ্ধ বৈদিকমন্থে হন্তে কঙ্কণ ( বিবাহের হস্তস্বত্র ) বন্ধন করিতে হয়। ঐ প্রাচীন সামাজিক চিত্র। (\లిన్స్ পঞ্চগুণ স্বত্রের কিয়দংশ পুনৰ্ব্বার পঞ্চগুণ করিয়া স্কন্ধদেশে ধারণীয়। এই সমস্ত কাৰ্যকলাপ সম্পন্ন হইলে অর্কবৃক্ষের পূর্বাদি চতুর্দিকে ও আগ্নেয়াদি চতুৰ্দ্দিকে একএকটি জলকুন্ত স্থাপন করিয়া, প্রত্যেক কুন্তে একএকখানি বস্ত্ৰ দিয়া তিনবার করিয়া সূত্রদ্বারা বেষ্টন করিতে হয়। এই সমস্ত কুন্ত হরিদ্র ও চন্দনযুক্ত শীতলজলে পূর্ণ কবিয়া দিতে হয়। প্রত্যেক কুম্ভ এইরূপে স্থাপিত হইলে, তাহদের উপর মহাবিষ্ণুর যথাবিধি অর্চনা বিধেয় । অনন্তর হোমাদি সম্পন্ন করিয়া বিবাহার্থী প্রার্থনা করিবেন—” মিয়া কৃতমিদং কৰ্ম্ম স্থাবরেষু জরায়ুণ । অর্কাপত্যানি নো দেহি তৎ সৰ্ব্বং ক্ষত্ত্বমৰ্হসি ॥ ‘আমি জরায়ুজ হইয়া • স্থাবরে এই কাৰ্য্য করিলাম। হে অর্ক, সেই সমস্ত ক্ষমা করুন, আপনি আমাদিগকে অপত্য প্রদান কুন। } বঙ্গদেশে বরেন্দ্রসমাজে করণ, কুরিবার সমর কুশপুত্তলের বিবাহ সম্ভবত এই তৃতীয় স্ত্রীবিবাহের আদর্শে প্রচলিত হইয়া থাকিবে। কুশপুত্তলদাহপদ্ধতিও এই শ্রেণীর ;– কোনরূপে শাস্ত্রার্থ রক্ষা করিয়া মিথ্যা সাত্বনা রক্ষা ঐবিধুশেখর শাস্ত্রী। করা মাত্র ।

  • অর্ককার পিতৃপুরুষের নাম লইয়। একটু গোলমাল বোধ হয়। পারস্বরধৃহস্থত্রের গদাধরভাষাদ্ভূত

পুরাণবচন এই – “ততশ্চ কস্তাবরণং ত্রিপুরুষং কুলমুচ্চরেৎ । আদিত্যঃ সবিতা সুৰ্য্য: পুত্রী পৌত্রী চ নৰ্বি কা। গোত্ৰং কাষ্ঠপ ইত্যুক্তং লোকে লৌকিকমচরেৎ ", কমলাকরভট্ট নির্ণরসিন্ধুতে বলিয়াছেন – SSBBBBBBS BDDBB BB BBB BllS DD BBD DDDBBBBBBB BBB BBS * এই তৃতীয়ন্ত্রীবিবাহবিবরণ মৎস্ত ও ব্রহ্ম প্রভৃতি পুরাণে পাওয়া যায়।. বাদ ও শৌনক প্রভৃতিও তাহ SBBBBBSS BBBB BBB DDBBBBt ttBB B BBBBBB BBBBBBBBD DD DDDD S 'गरनिऊ श्झांद्रह।