পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা। ] শেনাhক। لأمه _● তাহা ঈশ্বরদত্ত—স্বায়ত্তশাসন চিরদিনই আমা. দের স্বায়ত্ত। ইংরেজ রাজা সৈন্য লইয়া পাহার দিন, কৃষ্ণ বা ੋ গাউন পরিয়া বিচার করুন, কখনো বা অমুকুল কখনো বা -প্রতিকূল হউন, কিন্তু নিজের দেশেরু কল্যাণ নিজে কৱিবার যে স্বাভাবিক কতৃত্ব-অধিকার, তাহা বিলুপ্ত করিবার শক্তি কাহারো নাই । সে অধিকার •নষ্ট আমরা নিজেরাই করি। সে অধিকার গ্রহণ যদি নু করি, তবেষ্ট তাহ হারাই । নিজের সেই স্বাভাবিক অধিকার হারাইয়া যদি কৰ্ত্তবাশৈথিল্যের জন্য অপরের প্রতি দোষারোপ করি, ੋਰ ত{হ লজ্জার উপরে লজ্জা ! মঙ্গল করিবার স্বাভাবিক সম্বন্ধ যাহাদের নাই, যাহার। দয়া করিতে পারে মাত্র, তাহদের নিকটই সমস্ত মঙ্গল৮– সমস্ত স্বার্থসঙ্কোচ প্রত্যাশা করিব, আর নিজের ত্যাগ করিব না,– কাজ করিব না, এরূপ দীনতার ধিক্কার অনুভব করা কি এতই কঠিন ! তাই আমি বলিতেছি, স্বদেশের মঙ্গলসাধনের কত্ত্ব ত্বসিংহাসন আমাদের সম্মুখে শূন্ত পড়িয়া আমাদিগকে প্রতিমুহূর্তে লজ্জা দিতেছে। হে স্বদেশসেবকগণ, এই পবিত্র সিংহাসনকে ব্যর্থ করিয়ে না, ইহাকে পূর্ণ কর । রাজার শাসন অস্বীকার করিবার কোনো প্রয়োজন নাই--তাহ্য কখনো শুভ কখনো ు কখনো মুখের কখনো অসুখের আকারে অর্মাদের উপর দিয়া প্রবাহিত হইয়া যাইক্টে কিন্তু আমাদের নিজের প্রতি নিজের যে শাসন, তাহাই গভীর, তাহাই সত্য, তালুই চিরস্থায়ী। সেই শাসনেই জাতি মুয়ার্থ ভাঙেগড়ে,ৰাছিরের শাসনে নহে। সেই শাসন অদ্য আমরা শাস্তসমাহিত পবিত্রচিত্তে গ্রহণু, করিব । যদি তাহা গ্রহণ করি, তবে প্রত্যেকে স্বস্বপ্রধান হইয়া অসংযত হইয়া উঠিলে চলিবে না। একজনকে মানিয়া আমরা যথার্থভাবে আপনাকে মানিব। একজনের মধ্যে আমাদের সকলকে স্বীকার করিব। একজনের দক্ষিণহস্তকে আমাদের সকলের শক্তিতে বলিষ্ঠ করিয়া প্রত্যেকের হস্ত করিয়া তুলিব । আমাদের সকলের চিন্তা তাহার মুস্ত্রণাগারে মিলিত হইবে এবং তাহার আদেশ আমাদের সকলের অাদেশরূপে বাংলাদেশের ঘরে ঘরে ধ্বনিত হইয়া উঠিবে। আপনাদের যদি অভিমত হয়, তবে আর কালবিলম্বমাত্র না করিয়া বঙ্গদেশের এই মঙ্গলমহাসনে স্বরেন্দ্রনাথের অভিষেক করি। জানি, এরূপ কোনো প্রস্তাব কখনই সৰ্ব্ববাদিসম্মত হইতেই পারে না, কিন্তু তাহার জন্ত অপেক্ষাকরিয়া থাকিলে চিরদিন কেবল অপেক্ষা করিয়াই থাকা হইবে, তাহার বেশি, আর কিছুই হইবে না। যাহারা প্রস্তুত আছেন, যাহারা সম্মত আছেন, তাহারা এই কাজ আরম্ভ করিয়৷ দিন । র্তাহারা সুরেন্দ্রনাথকে সমস্ত ক্ষুদ্রবন্ধন হইতে মুক্ত করুন, তাহাকে দেশনায়কের উপযুক্ত গৌরবরক্ষার সামর্থ্য দিন, সকলের যোগ্যতা মিলিত করিয়ু তাহাকে এই পদের যোগ্য করিয়া তুলুন। যাহারা পিটিশন বা, প্রোটেষ্ট, প্রণয় বা কলহ করিবার , জষ্ঠ রাজবাড়ীর বাধাबाछाप्लेण्डहे चनचन :ोड़प्पोज़ि कब्राष्ट्रहे দেশের প্রধান কাজ বলিয়া গণ্য করেন, আমি সে দলের লোক নই, সে কুর্থী পুনশ্চ বর্গ