পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। । [ จจ จจ์, bsต%, 3938 • চলে তারি কোলে । কোথায় বা সে অালের রেখা কোথায় বা সে বাধ, বাবলাগাছের বেড়া নিয়ে কোথায় বা বিবাদ! বাধনহীরা বানের মুখে বিধিবিধান নাই পাথারসম সীতার-ক্ষেতে ঘাটের ডিঙা বাষ্ট । ১১২ • ভাদর আসে মর-গাঙে - কোমর-জলে দাড়িয়ে, কলে’ ভরা বদ্যা নিয়ে, কাস্তে চালায় চাষী, রাঙা-জলে এপার-ওপার ধানের শীষের সোদাগৰ । একৃসা করে দিয়ে; হাওয়ার বেড়ায় ভাসি ; লগির গোড়া পায় না তল কাজল কটা ধানের ডগা . মিলেনাক থই, দুইয়ে জলের তলে,— দিনে-রাতে তবু আমার মস্মসিয়ে তারি মাঝে ' ঘাটের ডিঙ বই। ডিঙা আমার চলে। হঠাৎ যেদিন বানের জলে অঁাটবাধা ধানের রাশি ছাপিয়ে পড়ে মাঠ, এপার-ওপার করি, ইটুে-নাগাল ধানের জমি পালীসাধা পাটের গাদ গল-নাগাল পাট , বোঝাই করে মন্নি । কানাকানি বানের জলে দিনে-রাতে কত লোকের ধানের আগা দোলে, কত কথা শুনি, টলমলিয়ে ডিঙা আমার "মামি বসে’ আপন মনে পেয়ার কড়ি গুণি । জলের গায়ে সি দূর ঢেলে দিনের খেয়া সেরে আবার পশ্চিমেতে ডুবে -- বারমাসে একটিনিও ছুটি কামাই নাই, তাবি সাথে আমি আমার ঘাটের ডিঙা বাই । ঐযতীন্দ্রমোহন বাগচী ।