পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*

বেN তৃতীয় সংখ্যা । ] বৃক্ষের জীকারৰিধান। বৎসরের চার । się stati “s” ofers ( Scaffold limb) श्हे८द । দুই বৎসরে বাড়িয়ছে। “খ”এর উপরটুকু এই বৎসরে হয়েছে। এখনো डैश् श्रद्ध ভালপালা গজায় নাই, অন্ধুর ধরিয়াছে মাত্র। ভাঙচুরো শিকড় কাটরা-ফেলিয়া চারটিকে মাটিতে বসাইবার পর, “খ” পৰ্যন্ত বা-কিছু ভালপালা আছে, একেবারে নিৰ্ম্মমভাবে গোড়া ঘেঁষে কাটির ফেলা উচিত। এই অবস্থায় গাছের চেহারা কতকটা ৪র্থ চিত্রের “B”এর মত হইবে। নীচের ডালগুলা কাটার জন্য পরের বৎসরে উপরের অঙ্কুরগুলা হইতে খুব তেজালো অনেকগুলি ডালু ( "B"এর" ফুটুকির মত ) বাহির হইবে। এই সকল নুতন ডাল হইতে তিনচারিটি জোরালে শাখা বাছিয়া-লইয়া অন্তগুলাকে কাটিয়া দেওয়া উচিত। “ক”এর মত কোন ডাল , যদি বাহির হয়,তাহাকেও কাটিবে, এবং যে কয়েকটি , ডাল রাখা হইল, তাহাদের আগাগুলাও ছাটিয়া দিবে। তখন গাছটিকে ৪র্থ চিত্রের “C”এর মত দোষতে হইবে । ঐ নিৰ্ব্বাচিত ৩৪টা ডালই ভবিষ্যতে গাছের প্রধান-ডাল eब क्लेिख । দুইটি ডাল যেন গুড়ির একস্থান হইতে না উঠে। উঠিলে গাছ বড় হইলে, তাহার আকাৰ ৫ম চিত্রের "ক্ল"এর মত হইবে। ইহাতে গাছ বড় কম জোরালো “হয়, ঝড়ের আক্রমণ হইতে নিজেকে রক্ষা করা তখন তাহার দায় হইয়া উঠে। যদি কোন গাছের এক অংশ হইতে ঐ প্রকার দুই ডাল বাহির হয়, তাহার প্রতিবিধান আছে। ঐ দুইটা ডাল হইতে বহির্গত দুটা সরু ও লম্বা ডাল লইয়া জড়াইয়া দাও, কয়েকবৎসর পরে দেখিবে, সে দুইটা মিলিয়া-গিয়া একটা মোটা লাঠির মত হইয়া পড়িয়াছে। ৫ম চিত্রের “খ”এর “A”অংশটা দেখিলেই, আমার কথা বেশ বুঝা যাইবে । এখন আবার সেই নির্বাচিত ডালকয়েকটার কথা বলা যাউক । ੋੜ বৎসরে ঐ প্রধান কয়েকটি ডাল ঠিক রাখিয়া, ছোটথাটাে সকল নুতন ডালই ছাটিয়া দেওয়া উচিত। তিনবৎসর এই প্রকার কাটাকুটি করিলে দেখিবে, সেই 'চারাগাছটি একটি চমৎকার সোজা উচুগাছ হইয় উঠতেছে। ডালকাটার জন্য গাছের কোন অনিষ্ট হয়, এ কথা যেন কেহ মনে না করেন । যত ডাল কাটা হইবে, তাহার দ্বিগুণ নূতন ডাল বাহির হুইবে । এ দেশে প্রতি বৎসরেই সকল গাছের কিছু-না-কিছু ডাল কাটিয়া দেওয়া झुम्न ! নীচু-মাথার গাছ প্রস্তুতের প্রণালীটা কি, এখন দেখা যাউক। এজন্ত যত ছোট গাছ পাওয়া যায়, ততই ভাল। ৬ষ্ঠ চিত্রের “ক”গাছটা যেন একবছরের একটি চারা। छूहे