পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] ২১৭ তাহার চেষ্ট হয়, এবং এই স্বযোগে তাহার দ্বারা আমব নানাপ্রকার কাজ করাইয়া লই। জাপের কার্য্যটাও অবিকল তদ্রুপ,—এক স্থানে সঞ্চিভ তাপের পরিমাণ যখন পার্থস্থ স্থানের अथ অপেক্ষা অধিক হয়, তখন সেই সঞ্চিত তাপ পাশ্বের শীতল পদার্থকে গরম করিবার জন্য ছুটাছুটি আরম্ভ করে, এবং এই স্বযোগে আমরা তাহার দ্বারা কাজ করাইয়া লই; কারণ, সকলের উষ্ণতা সমান হইয়া দাড়াইলে, তাপচলাচল বন্ধ হয় এবং সঙ্গে সঙ্গে তাপের কাজও রোধ পাইয়া যায় । বৈজ্ঞানিকগণ বলিতেছেন, জগতের প্রত্যেক কাৰ্য্যে নানাপ্রকারে যে "অনাবশ্বক তাপ উৎপন্ন হইতেছে, তাহ সমগ্র বিশ্বটার উষ্ণতা সমান করিবার জন্ত ব্যয়িত হইয়া যাইতেছে। উচ্চস্থানে জল একবার নীচের সমতল ক্ষেত্রে নামিলে তাহ যেমন স্থির হইয়া দাড়াইয়া থার্কে, এবং কোনপ্রকার কাজ করে না, বিশ্বের ভাণ্ডারস্থ শক্তিয় অবস্থা ক্রমে সেই. দাড়াইতেছে। যে শক্তিরাশি তাপাকার প্রাপ্ত হইয় বিশ্বের সমগ্র পদার্থকে সমেঞ্চি করিতে যাইতেছে, তাহাকে আমরা চিরদিনের জন্ত হারাইতেছি। তাহাকে উদ্ধার করিয়া কাজে লাগাইবার সত্যই আর কোন উপায়ই নাই। জলবায়ুর প্রবাহ, প্রাণী ও উদ্ভিদের জন্মমৃত্যু, কলকারখানার কাজকৰ্ম্ম প্রভৃতি সকল ব্যাপারেই প্রকৃতির সক্ষমশক্তির কিয়দংশ প্রতি মুহূর্তেই তাপে পরিণত হইয়া পূৰ্ব্বোক্তপ্রকারে অক্ষমশক্তিতে পরিণত হইয়া পড়িতেছে। কিন্তু এদিকে প্রকৃতির শক্তির পরি মাণ সসীম। এইজন্ত ভয় হইতেছে-- বিশ্বকে সমোঞ্চ করিবার . জন্ত সক্ষমশক্তি কণায় কণায় ক্ষয় পাইয়া যেদিন প্রকৃতির শক্তিভাণ্ডারকে শূন্ত করিয়া দিবে, তখন বিশ্বের আর কোন বৈচিত্র্যই থাকিবে না। সমগ্র শক্তিরাশি একমাত্র তাপেই পরিণত হইয়া ব্ৰহ্মাণ্ডস্থ সমস্ত পদার্থকে সমোঞ্চ করিয়া রাগিবে, এবং সুঙ্গে সঙ্গে সমগ্র স্বষ্টি নিশ্চল ও মৃতপ্রায় হইয়া পড়িলে। শক্তিসম্পন্ন হইয়াও প্রকৃতি তখন শক্তিহীন হইয়া দাড়াইবে । এখন পাঠক জিজ্ঞাসা করিতে পারেন, বৈজ্ঞানিকদিগের পূৰ্ব্বোক্ত আশঙ্কাটি কি প্রকৃত? ব্ৰহ্মাও কালে সমোষ হইবে নিশ্চিত, কিন্তু তাহাতে কি সত্যই প্রাকৃতিক কাৰ্য্যগুলি বন্ধ হইয়া যাইবে ? এই সকল প্রশ্নের উত্তরে বলা যাইতে পারে, আধুনিক বৈজ্ঞানিকগণ বহু পৰ্য্যবেক্ষণ ও পরীক্ষায় তাপের কার্য্যসম্বন্ধে যে কয়েকটি rtistão-fox (Laws of Thermo-dynamics) আবিষ্কার করিয়াছেন, তাঙ্গ সত্য হইলে বলিতে হয়, বৈজ্ঞানিকদিগের আশঙ্কা নিতান্ত অমূলক নয়। ইহাও তাপের কার্য্য পরীক্ষা করিয়া দেখিয়াছেন, কোন জিনিষের সৰ্ব্বাংশের উষ্ণতা একই হইলে, ইহার এক • অংশের তাপ কখনই আপনা হইতে অপর অংশে আসিয়া সঞ্চিত হইতে পারে না । এ অবস্থায় তাপচলাচল সম্পূর্ণ লোপ পায় । , কাজেই এখানে সেই তাপদ্বারা কোন কাজ পাইবার সম্ভাবনা থাকে নু, পাইতে হইলে বাহির হইতে কোনপ্রকার শক্তি পদার্থের উপর প্রয়োগ করা আবগুক হয় ।* -WikitanvirBot (আলাপ) ০৮:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)= e

  • The second law of Thermo-dynamics e e