পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●२ : बश्रण4न । - [१र रई, र {{थे, دود , এদিকে জনরব উঠিল, নবাব আলিবর্দী $क्लेिशांदिछ८ब्रब खना अशैौञ्च श्ब्रां खेटैिब्रांছেন-বর্ষার পূর্বেই মুর্শিদকুলীকে উচ্ছেদ করিয়া রাজধানীতে প্রত্যাবৰ্ত্তন করা তাকার অভিণ্ডেত। মীরহীৰ কিছু চঞ্চল হইয়া উঠলেন। তাহার বড় বড় রোক লইয় সওয়ারের কটক হইতে ডাকে ঘনঘন হরিপুরঅভিমুখে ছুটিতে লাগিল। সকল সময়ে তাহার অভয়ানন্দের দেখা পাইত না। এজন্য দেওয়ানজী ঠিক সময়ুশিরে পত্রোত্তর পাইতেছিলেন না । সপ্তবিংশ পরিচ্ছেদ । কংছহিত শকুন্তলার দিনে কোকিলবধূদের ছলনাবারত রাজামহারাজদেরও অবিদিত ছিল না। কিন্তু ফুটবাক গৃহপালিত মদনসারিকার রীতিনীতি আজিকার দিনেও বোধ করি সৰ্ব্বজনপরিচিত নহে। ফলত এই পাহাড়িয়া ময়নাদের অসাধারণ সতর্কত এবং কুটবুদ্ধির কথা শুনিলে অবাক হইতে হয় । ইহার সাধারণত পাৰ্ব্বত্যুপ্রদেশে নিবিড়. কণ্টকর্তৃক্ষসন্থল বনমধ্যে, আপনাদের বাসস্থান নিৰ্ব্বাচন করিয়া মামুষের কবল হইতে শাবকগুলিকে রক্ষা করিতে চেষ্টা করে। যে ' বৃক্ষকোরত্তাহার নীড় বাঁধে, তাহ কণ্টকাকীর্ণ এবং অন্যান্য গাছ হইঙে দুর ও স্বতন্ত্র _হওয়া চাই ; আর যে শাখাটিতে বাসস্থান, _. 4 তাঁহা" এরূপ শুষ্ক ও ভঙ্গুর হইবে যে, কোন . আরোহীর পদচাপ সহিবে না। এই সকল দীর্ঘ তরকোটরে সচরাচর ভীষণ সৰ্পের বাস, গুঞ্চপতিজবপ্ত তাঁহাতে বাসা রাধনা 7 কিন্তু কুলায়লুণ্ঠনের সম্ভাবনা বুঝিলে তাহার সেই অজগরবিবরের চারিপাশ্বে অর্জি চীৎকার করিতে করিতে ঘুরিয়া বেড়ায়—জুলিয়াও নিজেদের আবাসগৃহাভিমুখে १tदेिङि छ्व नः । তাহাতে হস্তার্পণ করিলেই সর্পদংশনে প্রাণ হারায় । t - মীরহীৰ এই বিহঙ্গস্থলভ কূটবুদ্ধি লইয় জন্মগ্রহণ করিয়াছিলেন। আধুনিক ভারতীয় ঐতিহাসিকযুগে তাহার স্থায় চৌকষ অতিসাবধান রাজনীতিজ্ঞ আর দেখা যায় না। ७ईबछ नामांछ अवश हईड शशकrग उिनि বঙ্গ-বিহার-উড়িষ্যর প্রধান ব্যক্তি হইয়া উঠিয়াছিলেন। ধৰ্ম্মবুদ্ধিপ্রণোদিত হইয়া কাৰ্য্য করিলে তিনি কালের বেলায় পদাঙ্ক অঙ্কিত করিয়া যাইতে পারিতেন। কিন্তু ভগবান জীবনযাত্রার প্রধালপাথেয়স্বরূপ সে অমৃতকণা তাহার ভাগ্যে বিধান করেন নাই। & শিবপ্রসন্ন দাঁসের সঙ্গে মীরহীবের চাকুষপরিচয় ছিল। তিনি জানিতেন যে, দাসমহাশয় অলৌকিক ব্যক্তি, দরকার হইলে হিন্দুমুসলমাননির্বিশেষে প্রাণপাত করিতেও তিনি কুষ্ঠিত নহেন। কিন্তু কোনরূপ অধৰ্ম্ম তাহার কাছে প্রশ্ৰয় পাইবে না। প্ৰভু মুর্শিদকুলীর্থার বিদ্রোহাচরণে কৃতসঙ্কল্প হইয়া দেওয়ানজী এইজন্ত প্রথমেই শিবাষ্প্রসন্নকে কারারুদ্ধ করিতে ব্যস্ত হইয়া উঠিলেন। তিনি অভিসন্ধি টের পাইলে মুয়ূরভঞ্জপতিও বক্র হইয়া উঠিবেন। ক্রমশ ।