পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজতপস্বিনী । [ জীবনীপ্রসঙ্গ ] “পৃথিবীর মত সৰ্ব্বসুহ হও” “গঙ্গার মত শীতল হও,” বঙ্গীয় প্রৌঢ় ও বৃদ্ধ গৃহিণীরা জন্তাভ শুভাকাঙ্ক্ষার সহিত এই বলিয়া আজিও কুলকঙ্গ এবং বধূদিগকে আশীৰ্ব্বাদ করিয়া থাকেন। এই সৰ্ব্বসহ ভাব এবং এই শীতলতHাহারাণীমাতার চরিত্রকে বড় মধুময় করিয়া তুলিয়াছিল। এই গুণ বিশেষ ভাবে তিনি স্বীয় মাতৃদেবী হইতে লাভ কবিয়াছিলেন। শেষোক্তার ভাস্কৰ্য্যৰৎ স্থির ধীর মূৰ্ত্তি তাহার হৃদয় মাধুর্ঘ্য জৰিকল প্রতিৰিৰিত করিত। কথা খুব অল্প কহিতেন, কিন্তু তাহা কারুণ্যে এবং স্নেহশীলতায় শ্রোতার হৃদয়ে অমৃত বর্ষণ করিত। সহিষ্ণুতা এতদূর যে মাল বৈদ্যের দ্বারা চক্ষের ছানি তুলিবার সময়ও যন্ত্রণাস্থচক মুখরিকৃতি ৰি কোনরূপ শব্দ করেন নাই। সচরাচর যেরূপ বসিয়া থাকিতেন, ঠিকৃ সেই ভাবেই ছিলেন । মহারাণীমাতার • সহগুণের কথা বলিতেছিলাম ; যে শিরঃপীড়ায় সাধারণত অন্তে পাগল হইয় উঠে, তাহ লইয়া তিনি , সহজের মত লোকের সঙ্গে কথাবাৰ্ত্ত কহিতেন,যেন কিছুই হয় নাই। এক দিনের কথা বলি। অপরায়ে তাহাকে গুণাম করিতে গিয়াছি। বুলিলাম কল্যকার মাথার বেদন তেমনি আছে। একাদশীৰ ক্লেশে মুখ শুকাইয়াছে। পূর্বনি হৰিৰ্যায় গ্রহণের পর বমন হইয়াছিল, পেটে কিছুছিল না, সুতরাং উপৰাস ছুইটী। さ● তথাপি প্রফুল্লতার এবং দয়ার জ্যোতি মুখে দীপ্তি পাইতেছিল । কিন্তু আশৈশব আমি র্তাহার ক্রোড়ে লালিত পালিত হইয়াছিলাম, আমায় বড় কিছু লুকাইতে পারিতেন না। একটুতেই বুধিলাম যন্ত্রণা বড় কষ্টকর। বলিলাম মাথাৰ বেদার ঔষধ আনাইয়াদিই? মা হাসিলেন—“না, আজ কাজ নাই!” আমি জেদ করিয়া বলিলাম, “কেন মা, শারীরিক, মানসিক সকল কষ্টই কি ইচ্ছা করিয়া পাইতে হুইবে ?” মাতা তাহাতে কেবল হাসিয়া আমার সঙ্গে একটা গুরুতর বৈষয়িক কথায় প্রবৃত্ত হইলেন। কুমার মহাশয় যখন মহারাণীকে শ্ৰীবৃন্দাবনে লষ্টয়া যাইবার প্রস্তাব উপস্থিত করিয়াছিলেন, সেই সময়ের এক দিনের কথা । তখন শ্রাবণ মাস। মা পিত্রালয়ে গিয়াছেন শুনিয়া বৈকালে দেখা করিতে গেলাম। তাহার অমুখের কথা পূৰ্ব্বে জানিতে পারি নাই। আমি অন্দরে প্রবেশ করিয়া বরাবর উপরে গেলাম। পূজনীয় ঐসুন্দরী দেবীও তাহার জ্যাঠাই স্ন সেখানে ছিলেন—গৃহমধ্যে মাত শয়ানাবস্থায় তাহার জর ও চক্ষুরোগ জনিত মাখার বেদন হইসাঁছে । দেখিয়া আমি হটিয়া গেলাম। আমার নাম শুনির মা উঠিয়া বসিলেন। স্বতরাং আমার আবার যাইতে হইল। বলিলেন বমন कब्रिग्राcईन, भत्रैौब्र छोण नाहे । क्रूि ७षनई ८षम किडू शक नॉडे, dहे छरिब डौजून्नांबन बहित्रि কথা তুলিলেম ।