পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষ দ্রষ্টব্য। ১৩১৫ সালের অর্থাৎ অষ্টম বর্ষের বঙ্গদর্শনের প্রথম ( বৈশাখ ) সংখ্যা জামরা ১•ই বৈশাখের মধ্যে গ্রাহক মহাশয়দের নিকট ভিঃ পিতে পাঠাইব । ইতিমধ্যে কাহারে ঠিকান পরিবৰ্ত্তিত হইলে অথবা অন্ত কোন প্রকার বক্তব্য থাকিলে অনুগ্রহপূর্বক ২৫শে চৈত্র মধ্যে আমাদিগকে জানাইবেন । কেহ ১৩১৫ সালের বঙ্গদর্শনের অগ্রিম বার্ষিক্ল মূল্য ৩৮• ইচ্ছা করিলে ঐ সময় মধ্যে নিম্নলিখিত ঠিকানায় মণিঅর্ডারেও পাঠাইতে পারেন। ভিঃ পির ও মণিঅর্ডারের খরচ একই, এক আন মাত্র. তবে ৩v• তিন টাকা সাত আনা দিয়া ভিঃ পি গ্রহণ করাই গ্রাহক মহাশয়দের সুবিধা । ঠিকান পৰিৱনেৰ জন্ত বা অন্ত কারণে বাহাতে ভি পি নিরি না আসে গ্রাহক মহাশয়গণ সে দিকে অনুগ্রহ করিং দৃষ্ট রাৰিবেন নৃত্যুবা আমাদিগকে অনর্থক, ক্ষতিগ্রস্ত হইতে হয় । a $ বঙ্গদর্শনের মূল্য অগ্রিম দেয়, মূল্য বাকী রাখা নানা কারণে অসুবিধা । সে প্রকারের কোন অনুরোধ কেছ করিলে রাথিতে না পারিয়া আমাদিগকে কেবল লজ্জিত হইতে হয় । কাছারে কাহারে ভিঃ পি তাহদের অনুপস্থিতে বা অজ্ঞাতে ফিরিয়া আসে, তাহার পরে তাহারা ৰঙ্গদর্শন না পাইয়া দুঃখিত হইয়া পত্র লেখেন । পুৰ্ব্ব হইতে পেশিফিসে বলিয়া বা অন্তরূপে বন্দোবস্ত কল্পিস্থা রাখিলে ভবিষ্যতে এ প্রকার গোলের সম্ভাৰন । همه چ ہیے . cs at lچsttf সিমলা পোং, কলিকাত, ঐশৈলেশচন্দ্র-নজুমদার। ১লা চৈত্র, ১৩১৪ ।