পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ । S 8VS) S8 (R * L. M. ১ হে য়েশ্ব, তোমার পূণ্যতা ও রক্ত হয় মোর সুশোভা সব জগৎ যদি লুপ্ত হয়, ঐ রক্তে আমার ভরসা রয়. ২ বৈভবের স্থানে যখন যাই, ও মৃত্যু হইতে উত্থিত হই, মোর আত্মা তখন বলিবেন, মোর জন্যে য়েশ্ব মরিলেন. ৩ এইরূপে যত সাধুগণ ঐ রক্তে পাইয়া মুক্তি ধন, স্বর্গালয় গিয়া তারা কয়, খ্ৰীষ্টরক্তে মোদের মুক্তি হয়, ৪ আর বিচার দিনে সাহস পাই, যে দোষারোপী কেহ নাই ; যেহেতুক তোমার রক্ত দান যথার্থ সাধে পরিত্রাণ, ৫ ঐ পুণ্যরূপ ষে আবরণ হয় কভু নাহি পুরাতন ; মোর যত বিষয় পাইবে ক্ষয়, ঐ পুণ্য বস্ত্র নিত্য রয়. ৬ ষে লোকে পাপে মৃত রয়, সে সকল যেন জীবন পায়, ও স্বীকার করে সর্বদা, যে য়েশ্ব মোদের পুণ্যতা