পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাতঃকালীন গীত । \O No. ওহে প্রভো, এই আমার রাখহ বিনতি, আজিকার দিনে থাক আমার সংহতি. প্রভাতকালীন স্তব তোমাতে হউক সব, ধৰ্ম্ম আত্মা আমার মনে করাও স্থিতি. অজ্ঞান পাতকী অামি, কৃপা কর প্রভু তুমি, পাপাপদ পরীক্ষা হইতে কিরাও মোর মতি, পাপ দেখি চতুৰ্ভিত, সদা থাকি সশঙ্কিত, নিজ কৃপা দৃষ্টি সদা রাখ মোর প্রতি । আমার পাপের ভার দিয়াছি তোমার উপর, তুমি আমায় কৃপা কর্যে করহ সদগতি, আমি এই বিনতি করি তেছি তোমার প্রতি, প্রভু, তোমার চরণেতে বাড়াও মোর ভকতি, C. M. B. Commo