পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ । ჯbrჯ) রাগিণী বেহাগ,—তাল আড়া | ও মন ভাববার বার, ঈশ্বরের কৃপাগুণ মান বার বার ; কছু না জুলিও স্তুতি করিতে তfহার ! পরমঈশ্বর যিনি, অতি কৃপাময় তিনি, ক্রোধে ধীর, অনুগ্রহ মহান তাহার ! তিনি পাপ অনুসারে না দেন দুঃখ আমারে, অপরাধ পরিহরি করেন নিস্তার ! ধরাহইতে উচ্চতরে যথা স্বৰ্গ স্থিতি করে, সেই মত অনুগ্রহ তাহার অপার ! উদয়ান্ত ধরাধর আছে যথা সতস্তর, সেই মত দূরে রাখেন দূরিত আমার ! অতএব বলি শুন, কর সদা সঙ্কীৰ্ত্তন, তারণকারণ যিনি জীবন আধার !