পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 সাধারণ । నిసా R •& 8.7. double. প্রভুর উপর কর অর্পণ তোমার তাবৎ কষ্টের ভার ; হুঃখে নাহি কর ক্ৰন্দন, পথে যদি অন্ধকার, যেমন স্নেহময়ী মাতা সদা করেন পুজের হিত, স্বৰ্গবাসী তোমার পিতা । সেরূপ আছেন কৃপাম্বিত, যাহার আজ্ঞায় করে ভ্রমণ বহুসংখ্য তারাগণ, যাহার বলে হয় সঞ্চালন বিদ্যুৎ, মেঘ, ও সমীরণ, তিনি কৃপায় করেন ধারণ তোমারে স্বহস্তেতে ; তোমার পথও হয় নিরূপণ র্তাহার মঙ্গল ইচ্ছাতে, প্রভুর উপর কর আশা মনে হইয়া ধৈর্য্যবান, ঘটে যদি বিপদ দশা, যদি দুরে থাকে ত্ৰাণ ; য়েশ্বর প্রতি যাদের ভক্তি, যারা পিতার মনোনীত, তাহাদের যে মন্দগতি, তাহা কেবল সাধে হিত,