পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৮ जांशांब्र* t ২ ও মন, য়েশ্বতে বিশ্বাস কর, পাইবে সাত্বনা; নহিলে নিজ কর্মের ফল ভূগিবে অনন্ত যন্ত্রণাযত সব জগদ্বাসী দেখ পাপেতে মগন, ওমন, তোমার পাপের জামীন এমত নাহিক কোন জনা. ৩ হে মন, মরণতারণ বলে তোমার নাহিক কিছু ভাবনা! দেখ, তোমার কারণ দারুণ মরণ করিছে আনাগনা, হায়! শুন, রে পাপিষ্ঠ মন, তুমি আর ভূল্যে রইও না, এই যে য়েশ্বর গুণে ত্ৰাণ ধন, খেদ বিনা পাইবে না. g = to C. M. B. ২৩৬ রাগিণী সাহানা,—তাল, ཝ༢ ། দীনবন্ধু কৃপাসিন্ধু প্রভু দয়াময় হে, শুন মম আৰ্ত্তস্বর হইয়ে সদয় হে । ১ অভিপ্রায় আপনকার বুঝিবারে সাধ্য কার ? জানি না গো কেন এই দুঃখের উদয় হে, ২ সহিতে না পারি অার ঘোর দুঃখ অনিবার ; অবিরত প্ৰহারিত, প্রাণে কি আর সয় হে । ৩ তব এই ক্রোধানল । কর নাথ সুশীতল ; দিও নাহে প্রতিফল দূর কর ভয় হে । ৪ প্রসন্ন হও এবার, ওহে করুণা-অাধার, করি দুঃখ উপশম, জুড়াও হৃদয় হে। ৫ ধর নাছে গত পাপ, দূর কর অভিশাপ ; শোকাতুর হৃদে শান্তি দেও শান্তিময় হে । J. Ba