পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ । RNరి) R\లిని মহাবিচারের দিনে যখন রাজা হয়ে বসবেন য়েশ্ব রাজ সিংহাসনে, য়েশ্ব তিন জনে ধন গচ্ছিত রেখ্যে গেলেন ভ্রমণে, তাতে কে কত লাভ করে, হিসাব লবেন জনে জনে, কারে দিলেন এক তালান্ত, কারেও বা দ্বিগুণ ; পাত্র বুঝে সঁপিলেন ধন, ব্যক্তি যে যেমন । যে জন পাচ তালান্ত দশ করিবে, অতি যতনে, তারে বিশ্বস্ত জানিয়ে আরও দিবেন বহুগুণে, হেন ধন কত জনে করছে অপব্যয় ; আমরা যেন মনে করি সতত ঐ ভয়, যে জন মৃত্তিকাতে পুতেছে ধন, বেন্ধে বসনে, তার হাতে পায়ে বান্ধি' য়েশ্ব ফেলিবেন আগুণে জগদ্বাসী মহাত্রাসী হবে সে সময় ; পলাইতে চাবে মনে পেয়ে মহা ভয় ! তখন কেহ বা লুকাতে যাবে গুহা কাননে তাদের চারিদিকে প্রভুর দূতে ঘেরিবে তৎক্ষণে, পাপ হেতু তাড়নাতে হয়ে নিরুপায় শিষ্য বলি" কত জনে দিবে পরিচয় কেহ বাবে প্রভো, আমি ছিলাম তব ভজনে । তারে বলবেন য়েশ্ব “চিনিনাক দূর হও এক্ষণে " এই মত হবে, ভাইরে ? জগতের শেষ ; রাখাল যেমন ভিন্ন ভিন্ন করে ছাগ ও মেষ, য়েশ্ব ছাগের পাল হইতে মেষে লইবেন চিন্যে, রাখবেন ছাগলগণে বামদিকে, মেষগণে দক্ষিণে ! • Manus D B. M. B.