পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩ খ্ৰীষ্টের পুনরুত্থান । ৩১ 7.S. আজি য়েশ্ব উঠিলেন, হাল্লেলুয়া, ইহা মোদের জয়ের দিন, ক্রুশ ও কবর সছিলেন, পাপি লোক উদ্ধারিলেন. দেখ প্রভুর মহাবল ভগ্ন করেন মৃত্যুর হল, তৎপর গেলেন স্বর্গালয়, কবর হে, কৈ তোমার জয় ? পাপীর দেনা করেন শোধ, শান্তি দেন ও সুপ্রৰোধ ; য়েশ্বর সহিত উত্থিত হওঁ, অঙ্গীকৃত রাজ্য লও. আজি য়েশ্ব উঠিলেন, ইহ মোদের জয়ের দিন; জয়ের কীৰ্ত্তন কর গান, মোদের হইল পরিত্রাণ, J. J. W.'