পাতা:বঙ্গবিজেতা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

枪$ বঙ্গবিজেতা 15 চন্দ্রশেখর সে সময়ে নিকটস্থ বনাশ্রম গ্রামে ছিলেন। বিমলা পুজায় রত হইলেন । প্রায় এক প্রহর কাল পূজা করিতে লাগিলেন । মুদিতনয়নে, নিম্পন্দশরীরে বিমলা পূজা করিতে লাগিলেন । হৃদয়ে যে পবিত্ৰ কামনা উদয় হইতেছিল, বিমলার বদনমণ্ডলে তদনুরূপ পবিত্র ভাব অঙ্কিত হইতে লাগিল। বিমলার মাতা, ভ্রাতা, ভগিনী, স্বামী, বন্ধু, কেহ নাই, পিতাই একমাত্র ভক্তির আধার, পিতাই স্নেহের পাত্র, পিতাই পরম বন্ধু, পিতাই পূজনীয় দেবতা। বিমলার অপার স্নেহস্ৰোত, অপরিসীম ভক্তিস্রোত, পবিত্র প্রেমস্রোত, ত্যনিৰ্ব্বচনীয় শ্রদ্ধাম্রোত সেই একমাত্র আধারাভিমুখে ধাবমান হইল। পিতার দুঃখেই দুঃখ, পিতার আনন্দেই আনন্দ, পিতার বিপদে চিত্তা, পিতার সম্পদে ভরসা,—বিমলা পিতার জীবনেই জীবনধারণ করিতেন । সেই পিতার মঙ্গলার্থ প্রার্থনা করিতে করিতে বিমলার হৃদয়ের দ্বার যে উদঘাটিত হইবে, তাহাতে বিস্ময় কি ? সেই পিতার মঙ্গলার্থ পূজা করিতে করিতে যে বিমলার হৃদয়ের নিভৃত কন্দর পর্য্যস্ত ভক্তিরসে প্লাবিত হইবে, তাছান্তে সংশয় কি ? এক প্রহর কাল বিমলা উপাসনা করিলেন । উপসনান্তে যখন বিমলা সাষ্টাঙ্গ প্ৰণিপাত করিয়া দণ্ডায়মানৃ হইলেন, তখন তাহার হৃদয় সম্পূর্ণরূপে চিন্তাশূন্ত ও শান্ত । তখন বিমলা একেবারে মন্দির হইতে বহির্গত না হইয়া ঔৎসুক্যফুল্ললোচনে মন্দিরেয় চারিদিক্ নিরীক্ষণ করিতে লাগিলেন । প্রফুল্লহৃদয়ে প্রতিমার সুবর্ণরৌপ্যাদির অলঙ্কার দেখিতে লাগিলেন ; সন্মুখে স্তবকে স্তবকে সুগন্ধ পুষ্প তাম্ৰাণ করিতে লাগিলেন। তিনি অনেকদিন এ মন্দিরে আইসেন নাই, মন্দিরের সকল দ্রব্যই নুতন বোধ হইতে লাগিল । বিমল এরূপ স্বনিৰ্ম্মিত, প্রশস্ত, চমৎকার অট্টালিকা কখন দেখেন নাই। কখন কখন সুবর্ণমণ্ডিত পুষ্পালঙ্কত স্তম্ভসমূহ নিরীক্ষণ করিতে লাগিলেন ; কখন &খন ভিত্তির উপর সুবর্ণ ও দ্বিরদ-রদে ভাস্করকাৰ্য্য অবলোকন করিতে .লাগিলেন ; কখন ধীরে ধীরে ইতস্ততঃ পদচারণ করিতে লাগিলেন ; কখন হুই এক জন দেবদাসীকে মন্দির-বৃত্তান্ত জিজ্ঞাসা করিতে লাগিলেন। উপসক আর কেহই নাই, সুতরাং বিমলার এইরূপ ঔৎসুক্যে কোন ব্যাঘাত জন্মে নাই। একপার্থে একমাত্র উপাসক নিদ্রিত রহিয়াছেন, সহসা বিমলার নয়ন সেই দিকে পতিত হইল। তাহার অলৌকিক তেজঃপরিপূর্ণ সৌন্দৰ্য্য দেখিয়া বিমলা বিক্ষিত হইলেন, নয়ন আর সেদিকৃ হইতে অন্য দিকে ফিরাইতে