পাতা:বঙ্গবিজেতা.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుఆ বঙ্গবিজেতা । ইন্দ্র । “আমি অদ্যই আসিয়াছি।” নাবি। " আপনার নাম কি ? নিবাস কোথায় ?” ইন্দ্র । “ আমাকে ইন্দ্রনাথ বলিয়া জানিবে, নিবাস অনেক দূরে, নদীয়া জিলায় ।” নাবি। “ নদীয় জিলার কোন গ্রামে ?” ইন্দ্র । “ ইচ্ছাপুর গ্রামে।” নাবি। "ইচ্ছাপুর গ্রামে ? আপনি কাহার পুত্র জিজ্ঞাসা করিতে পারি ?” ইন্দ্র। “ কেন, তুমি ইচ্ছাপুরে গিয়াছিলে না কি ?” নাবিক ক্ষণেক নিস্তব্ধ হইয়। রছিল, যেন কোন কথা লুকাইবার চেষ্টা করিল, পরে বলিল, “ আমাদের কার্য্যবশতঃ সকল স্থানেই যাইতে হয়,— বৎসর বৎসর বাদ হইতে চাল আনিতে যাইতাম । আপনার পিতার নাম কি ? হইতে পারে, আমি তাহীকে চিনিলেও চিনিতে পারি।” ইন্দ্রনাথ আপন পরিচয় সকলের নিকট লুকাইয়। রাখিতেন,— গুপ্তভাবেই দেশবিদেশ পৰ্য্যটন করিতেন,–কিন্তু নাবিকের নিকট পিতার নাম লুকাইবার কোন কারণ দেখিতে পাইলেন না, –ভাবিলেন, আমি অনেকদিন পিত্রালয় হইতে আসিয়াছি, যদি এই মাঝি সম্প্রতি সে গ্রাম হইতে আসিয়া থাকে, তাহা হইলে আমার পিতার কুশল-সংবাদ দিলেও দিতে পারে। বলিলেন, * ইচ্ছাপুরের জমাদার নগেন্দ্রনাথ চৌধুরী আমার পিতা " নাবিক শুনিয়া সহসা চমকিত হইল । পুনরায় চিত্তসংযম করিয়া বলিতে লাগিল, “হ নগেন্দ্রনাথ ! পুণ্যাত্মা নগেন্দ্রনাথ ! তাহায় অন্নে আমি কতদিন পালিত হইয়াছি।” ইন্দ্র । “তুমি তাহার বাটতে চাকর ছিলে না কি ?” নাবি । “অদ্য প্রায় দ্বাদশ বর্ষ হইল আমি তাহার গৃহ ত্যাগ করিয়াছি।”—কিঞ্চিৎ স্মরণ করিয়া আবার বলিতে লাগিল, “আপনার কি তখন ইন্দ্রনাথ নাম ছিল ?” ইন্দ্র । “তোমার নিকট আর লুকাইবার আবশ্বক কি ? ইন্দ্রনাথ আমার কখনই নাম নহে, চিরকালই আমার নাম সুরেন্দ্রনাথ ; তবে অজ্ঞাতরূপে দেশবিদেশ পৰ্য্যটন করিতে হয়, এইজষ্ঠ মধ্যে মধ্যে ইন্দ্রনাথ নাম ধারণ করি ।” “ সুরেন্দ্রনাথ !” এই কথামাত্র উচ্চারণ করাতে নাবিকের চকে জল আসিল,-বলিতে লাগিল—