পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । 8ጳ জন্মগ্রহণ করেন। সঙ্গীত রচনায় তাহার বিশেষ ক্ষমতা ছিল । ১২৩৬ সালে ৪২ বৎসর বয়সে তিনি গতায়ু হন। র্তাহার রচনাকুসুম অস্মদেশীয় লোকদিগের অমনোযোগিতা দোষে ধংস হইয়া গিয়াছে। কিছুকাল পূর্বে কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্ত মহোদয় সেই সকল সুভাব সঙ্গীত নিকর সংগ্ৰহাৰ্থ যত্নবান হইয়াছিলেন । কিন্তু আমাদিগের ভাগ্যদোষে তিনিও অকালে কালকবলিত হন। এক্ষণে কোন কোন মহাশয় অনুসন্ধান করিয়া রামবসুর বিলুপ্ত রচনার অনেকাংশ আবিষ্কার করিয়াছেন । র্তাহাদিগের আবিঙ্কিত এক অংশ আমরা কৃতজ্ঞতার সহিত এস্থলে গ্রহণ করিলাম। যথাঃ— (ঠাকরুণ বিষয় । ) “ওহে গিরি গীতোল হে মা এলেনৃ হিমালয়। উঠ দুৰ্গা দুর্গ বলে, দুর্গাকর কোলে, মুখে বলে জয় জয় দুগর্ণ জয় ॥ কন্যাপুত্র প্রতি বাচ্ছল, তীয় ভtছল্য, করা নয় ;