পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 6 বঙ্গ ভাষার ইতিহাস । তিনবার ও পরিশেষে বর্তমান প্রাত্যহিক নিয়মে প্রভাকর প্রচারিত হয়। সেই সময়ে তিনি কবিত্বশক্তির পরিচয় দিবার নিমিত্ত অার একখানি মাসিক প্রভাকর প্রচার করেন । তাহ কেবল নানা বিষয়িণী কবিতমালায় পরিপূরিত থাকিত । “সাধুরঞ্জন” ও “পাষণ্ড-পীড়ন” নামে আর দুইখানি সাপ্তাহিক পত্র তৎকর্তৃক সম্পাদিত হইত। কবিবর সাধুরঞ্জনকে নানা প্রকার রানগর্ভ প্রবন্ধ সমুহে ভূষিত করিতেন। পাষণ্ড-পীড়নেও ঐরূপ বিষয় সকল লিখিত হইত। কিন্তু সেই সময়ে মাননীয় ভাস্কর সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য্যের সহিত ঈশ্বর গুপ্তের বিবাদ হওয়াতে শেষোক্ত পত্ৰখানিতে অশ্লীল বিষয় সন্নিবেশিত হইয়াছিল। কবিবর এই সকল পত্র সম্পাদন করিয়া যে অবকাশ পাইতেন, তাহাও বঙ্গ-সাহিত্যোন্নতি সাধক বিষয়ে অতিরহিত করিতেন । তিনি দশ বা দ্বাদশ বৎসর নানা স্থান পর্যটন করত ভারতচন্দ্র, কবিরঞ্জন, রামনিধি গুপ্ত, হরু