পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯy0 বঙ্গ ভাষার ইতিহাস। হইয়াছিল। তৎপরে বেদান্তসার, ব্রাহ্মধৰ্ম্ম, পঞ্চদশী প্রভৃতি অনেকগুলি উৎকৃষ্ট পুস্তক এই সভা কর্তৃক প্রচারিত হইয়াছে,তাহার ইয়ত্ত করা যায় না। ১৮৪৩ খঃ অব্দে উক্ত সভার কোন প্রকৃত বন্ধু উহার উন্নতির নিমিত্ত একটা মুদ্রা. যন্ত্র প্রদান করিয়াছিলেন । সভার ব্যয় সাধারণ চাদ হইতে সমাধা হইত। স্থত বাবু দ্বারকা নাথ ঠাকুর এই সভার অনেক উপকার করিয়াছিলেন। তিনি ১৮৪৮ খৃঃ অব্দে সভার ত্রিতল গৃহ নিৰ্ম্মাণ জন্য ৩,৪২৫ টাকা প্রদান করেন । এনদ্ভিন্ন তিনি আর আর অনেক সাহায্য করিয়াছিলেন। পরিশেষে মহোদয় এন্‌, হলহেড ; সর চারলস্ উইলকিন্স ; এবং মহাত্মা রাজা রামমোহন রায়ের বিষয় কিছু না বলিয়া উপস্থিত বিষয়ের উপসংহার করিলে, প্রস্ত’ৰ অসম্পূর্ণ বোধ হয়। এজন্য র্তাহাদিগের বিবরণ ক্রমে লিখিত হইতেছে । এন, হলহেড মহোদয় ১৭৭০ খৃষ্টাব্দে লিবিলিয়ান হইয় এতদ্দেশে আগমন করেন।