পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তররাষ্ট্রীক্স কাল্পস্থ-কাণ্ড SృకH উত্তররাষ্ট্ৰীয় কায়স্থ-হিতকরী সভার পক্ষ হইতে গণনাকালে শাণ্ডিল্য গোত্রীয় ঘোষ, কাশুপ গোত্রীয় দাস, ভরদ্বাজ গোত্রীয় সিংহ এবং মোগল্য গোত্রীয় করবংশের বাসস্থান। শাণ্ডিল্য ঘোষবংশ ১ । দক্ষিণখণ্ডের ঘোষ—জেলা বৰ্দ্ধমান-মাতোঞ, শিরপাড়া, মোগ্রাম, মাহাত, মোহনপুর ও কাশীয়ারা । জেলা মুর্শিদাবাদ—সুন্দীপুর, কান্দী সন্তোষ সিংহের বেড়, মামুদপুর, আলুগ্রাম, ভোলতা, মসলা, কামনগর, প্রসাদপুর, বংশবাটী, বোথারা, তাতিবিরোল, জোতকমল, বুদ্ধাইপাড়া, কেন্দুয়া ও সাপলদহ। জেলা বীরভূম—ময়নাডাল ও রূপপুর। জেলা সাওতাল পরগণা—গোয়ালথোর। জেলা ভাগলপুর-চৌকী নিয়ামৎপুর ও কলাপুর । জেলা নদীয়া—কুষ্ঠিয়া ও চিলেখালি। জেলা মেদিনীপুর—ষশরা, খড়কীর্কাথি ও বাসুদেবপুর। জেলা বাকুড়া— বৈতল, ডিঙ্গাল ও পরীক্ষাপাড়া। কলিকাতী—অপার সারকুলার রোড। জেলা পাটনা—ভিখনাপাহাড়ী ( বাকীপুর) । ২ । জলস্থতির ঘোষ—জেলা বৰ্দ্ধমান-নুতন গ্রাম ও জিয়ারা । জেলা বাকুড়া-পরীক্ষা পাড়া ও গতি কৃষ্ণপুর। ৩। মুরুদার ঘোষ-জেল বদ্ধমান-পাহহাট। জেলা বীরভূম-খয়রাশোল । কাশ্যপ দাসবংশ ১ । কুশিয়ার দাস–জেলা মুর্শিদাবাদ–পাঁচখুপী দক্ষিণপাড়া,জুডু, পলষও, ভরতপুর, খয়রা, কামনগর, বিপ্রশিখর, বরঞ, নারায়ণপুর, বংশবাটী, পোপড়ি, মণিগ্রাম, খৈরাটী, ঘোড়শাল, কালমেঘ, জালালপুর ও কেন্দুয়া । জেলা বদ্ধমান—মুকুন্দী, পাণ্ডুগ্রাম, রাজুর, লাখুরিয়া ও দীননাথপুর। জেলা বীরভূম—রতনপুর, কলহপুর, কাণাচি, তালজ্ঞা, ব্রজের-গ্রাম, দুর্গাপুর, আমরা পালন, মোবুন, বাতিকার, গোহালিয়ারা, হেতমপুর, গড়গড়, কুমুমযাত্রা, ওলকুণ্ড, মহুল ও শিবগ্রাম (সিউগ্রাম । জেলা সাঁওতাল পরগণা মহারাজপুর, জেলা যশোহর-হরিহরনগর। জেলা দিনাজপুর- থমকয়া ও আলিগড়া। জেলা পূর্ণিয়া-লুক্তিপুর। জেলা নদীয়া-ধৰ্ম্মদহ, রঘুনাথপুর, মথুরাপুর, পলাশীপাড়া ও বেতাই। জেলা মালদহ-গিলাহবাট, আইহ, গোপালপুর,