পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్ప్రి বঙ্গের জাতীক্স ইতিহাস { ১ম অধ্যায়। কুড় মগ্রামের মিত্রবংশ রঙ্গমিত্রের সপ্তম পুত্র গরুড় কুড়ম গ্রামে বাস করেন। এই গ্রাম বেলুন গ্রামের sశా অবস্থিত। প্রবাদ ষে গরুড় বাড়ী হইতে চলিয়া গিয়া দীর্ঘকাল প্রবাসে ছিলেন। তাহার ভ্রাতৃগণ অনেক চেষ্টা করিয়া তাহার অনুসন্ধান পাইলেন না। অবশেষে দ্বাদশ বর্ষ অতীত হইলে যথাশাস্ত্র তাহার শ্রদ্ধ ও পিণ্ডদান করা হয়। এই পিণ্ডদানের অল্প দিন পরেই গরুড় বাড়ী ফিরিয়া আসিলেন। তখন জ্ঞাতিগণ তাছাকে সমাজে গ্রহণ করিলেন না, কিন্তু তাহাকে পৈতৃক সম্পত্তির অংশ দিলেন । গরুড় স্বীয় পৈতৃক বাসভূমি হইতে অৰ্দ্ধ মাইল উত্তরে কুড়, গ্রামে বাস করিলেন এবং বেলুন ও মেহগ্রাম ব্যতীত অন্তান্ত গ্রামের কুটুম্বগণের সহিত সামাজিক ব্যবহারের অধিকার পাইলেন । পিণ্ড খাওয়া মিত্র’ বলিয়। উক্ত দুই গ্রামের মিত্ৰগণ গরুড়ের বংশধরগণকে ঘৃণা করিতেন। উত্তরকালে কুড় মগ্রামের মিত্রগণ অবস্থার Bggg Bgg gBB BBB BB BB BB BBB BBB BBBBBBBS BBBB BBS gBBB BBBBB BBB BBB BB BB BBBB BBB BB BBBB BBBBB ggBB আছয় করেন না। গরুড় মিত্রের অধস্তন ষষ্ঠ পুরুষে অর্জুন মিত্র গৌড়ের বাদশাহের অধীনে উচ্চপদে কৰ্ম্ম করিতেন ও মজুমদার উপাধি লাভ করিয়াছিলেন। গোড় হইতে উড়িষ্যা যাইবার একটা প্রশস্ত রাজপথ কুড় মগ্রামের ও বেলুন গ্রামের পূর্ব দিকে অবস্থিত ছিল। এখনও তাহার চিহ্ন বৰ্ত্তমান রহিয়াছে এবং বেলুন গ্রামের দক্ষিণপূৰ্ব্ব কোণে একটা সুবৃহৎ দীঘি ক' ( প্রায় ১২৫ কি ১৫০ বিঘা) উক্ত রাজপথের পশ্চিম পাশ্বে রহিয়াছে । অৰ্জুন মিত্র স্বীয় বাসভূমি কুড়মগ্রামের উত্তরপূর্বাংশে উক্ত রাজপথের পাশ্বে একটা জলাশয় খনন করাইয়। অর্জুনর্বাধ নাম রাখিলেম । পথিকগণের স্থবিধার নিমিত্ত ঘাটের পাশ্বে তাহার নিয়োজিত ভূত্য স্নানের জন্ত তৈল, গামছা ও জলপানের উপযোগী কিছু খাদ্য লইয়া উপস্থিত থাকিত । বেলুন ও মেহগ্রামের মিত্রগণ অৰ্জ্জুন মিত্রের এই সংকীৰ্ত্তির জন্ত প্রশংসা না করিয়া একখানি গামছায় বহুলোক স্নান করিবার ব্যবস্থা করা হেতু ‘একগামছা কুড় মগ্রাম বলিয়া উপহাস করিতেন। এখনও এই প্রবাদ চলিত রহিয়াছে। অৰ্জ্জুন মিত্রের অপর কীৰ্ত্তি—তিনি গ্রামের সমস্ত পপ ইষ্টকমণ্ডিত করিয়াছিলেন । স্থানে স্থানে নষ্ট হইলেও এখনও উক্ত ইষ্টকমণ্ডিত পথ বর্তমান রহিয়াছে। "-ب অর্জন মিত্রের পৌল ভবানী দাসের দুই পুত্ৰ কলিকানন্দ ও মাধবানন্দ । কালিকানন্দের পূত্র ভবানন্দের, সহিত মাধবানন্দের পুত্ৰগণ যে সময়ে পৃথক হইয়াছিলেন তখন মাধবানন্দের ৮টি পুলের নামানুসারে তাঙ্গর বংশধরগণ ৮ তরফ ও ভবানন্দের ৫টি পৌত্র হইতে র্তাহার ংশধরগণ ৫ তরফ নামে খ্যাত হইলেন। সমস্ত সম্পত্তি এবং দেবসেবাদি এইরূপে বিভক্ত হইয়াছিল। এখন দেখা যায়, দক্ষিণদ্বারী অথাৎ পুরাতন চণ্ডীমণ্ডপে ৮ তরফের দুর্গোৎসব হইয় থাকে এবং পূৰ্ব্বদ্বারী অথাৎ নূতন চণ্ডীমণ্ড?ে পাচ তরফের দুর্গাৎসব হইয়া থাকে।