পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড সম্বন্ধে মন্তব্য শ্ৰীশ্ৰীভগবানের কৃপায় উত্তরভুটীয় কায়স্থকাণ্ডের শেষাংশ বা ৩য় খণ্ড প্রকাশিত হইল। এই খণ্ডে বিশ্বামিত্ৰগোত্র মিত্রবংশ, কাশুপগোত্র দ গুবংশ, শাণ্ডিল্যগোত্র ঘোষবংশ, কাশুপগোত্র দাসবংশ, ভরদ্বাজগোত্র সিংহবংশ, ভরদ্বাজগোত্র দাসবংশ ও মোঁদগল্যগোত্র করবংশ এই সাত ঘরের পরিচয় ক্লিপিবদ্ধ হইয়াছে। সাত ঘর বলিলেও প্রকৃত প্রস্তাবে ছয় ঘর, কারণ ভঃদ্বাজগোত্র সিংহবংশের মধ্য হইতে দুইটী বংশ দাস উপাধি ব্যবহার করিয়া আসিতেছেন । উত্তররাঢ়ীয় কুলপঞ্জিকা ও কুলকারিকাসমূহে বাৎস্তগোত্র সিংহবংশ, সোঁকালীন ঘোষবংশ ও মোঁদগণ্য দাসবংশের কুলপরিচয় যেরূপ বিশদভাবে লিপিবদ্ধ হইয়াছে- এই তৃতীয় খণ্ড বর্ণিত উপরোক্ত সাতঘরের পরিচয় সেরূপ বিশদভাবে ধরা হয় নাই। কুলাচাৰ্য্যগণ এই কয় ঘরের প্রধান প্রধান বংশ ভিন্ন সকলের বংশ ও কুলপরিচয় লিখিয়া রাখেন নাই। এ কারণ এই সাত ঘরের মধ্যে অনেকেই আদ্যোপাস্ত বংশপরিচয় দিতে পারেন না । আমরা মূলগ্রন্থে উক্ত বিভিন্ন বংশের যেরূপ কারিকা ও ঢাকুরী পাইয়াছি, সমস্তই যথাস্থানে ছাপাইয়াছি। যেরূপে মূল কুলগ্রন্থগুলি আমার হস্তগত হইয়াছে, তাহ পূৰ্ব্ব পুৰ্ব্ব খণ্ডে স্বীকার করিয়াছি। পুৰ্ব্ব পুৰ্ব্ব খণ্ড মুদ্রণকালে উত্তররাঢ়ীয় কোন কুলঞ্জের সাহায্য পাই নাই। কিন্তু স্বখের বিষয় এই খণ্ডের মুদ্রণকালে মিত্রবংশের শেষাংশ হইতে এ কজন কুলাচার্য্যের সাহায্য পাইয়াছি, তিনি যশোর জেলাস্থ পুড়াপাড়ার প্রসিদ্ধ কুলাচাৰ্য্য-বংশোদ্ভব, র্তাহার নাম শ্ৰীযুত শরচ্চন্দ্র ঘ কেসিংহ তিনি স্থপ্রসিদ্ধ উত্তররাঢ়ীয় কুলাচাৰ্য্য শুকদেব সিংহের বংশধর। তাহার পিতামহের স্বহস্তলিখিত কুলগ্রন্থসহ এখানে আসিয়া এই খণ্ডের দত্ত, ঘোষ, দাস, সিংহ ও করবংশের বংশলতা প্রকাশে উপযুক্ত সাহায্য করিয়াছেন। তাহার নিকট শুনিলাম যে তাহদের বংশে পুরুষানুক্রমে প্রবাদ চলিয়া আসিতেছে যে দত্তবংশের কুলকারিক বা কুলপঞ্জিকা কাহাকেও দেখিতে দেওয়া হইবে না । এইরূপ কুসংস্কার এই বংশে প্রচলিত থাকায় ৪ দত্তবংশের অমূল্য কারিকাগুলি অতি গুপ্ত ভাবে রক্ষিত হওয়ায় অনেক মূল পুথি কীটদষ্ট ৪ বিলুপ্ত হইয়াছে। যাহা হউক ঘটক হাশয় দীর্ঘকাল আমার বিশ্বকোষ-ভবনে থাকিয়া বংশলতা প্রকাশ সম্বন্ধে নানাভাবে সাহায্য করিয়া কেবল আমাকে নহে, উত্তররাঢ়ীয় সমাজকেও চিরকৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিয়াছেন। বলিতে কি এই শরচ্চত্র সিংহের মত ধাৰ্ম্মিক, সরল ও বিনয়ী কুলাচাৰ্য্য আদি ইদানীন্তন অপর কাহাকেও দেখি নাই। আশা করি উত্তররাঢ়ীয় কায়স্থসমাজ তাহাদের এই কুলাচাৰ্য্যকে যথাশক্তি উৎসাহিত করিবেন।* & - SSBBBB BB BBB BBB BBBB BBBB BBBB BBBB BB BBBB BDDD S DDDD § امسة BBB BBB BBBB BBBB BB BBBBBS BBBS BBBB BB BB BBB BBBB BBD DDDS