পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণগুপ গোত্র দত্তবংশ। ] উত্তরপ্লাষ্ট্ৰীশ্ন কাজস্থ-কাণ্ড ১২৩ বিবাহের পর দিন রাজার নিকট উপস্থিত হইয় তাহাকে ও রাজা শ্ৰীশচন্দ্রকে বংশ নাশ হইবে বলিয়া অভিসম্পাত করিয়া গেলেন। বলা বাহুল্য শ্ৰীশচন্দ্রের ঔরস পুত্র ছিল না এবং যোগেন্দ্র চন্দ্রের পুত্রেরও পুত্রবংশ নাই। যোগেন্দ্রচন্দ্রের দুইটি পুত্র, গিরীন্দ্রচন্দ্র ও ব্রজেন্দ্রচন্দ্র। ব্রজেন্দ্রচন্দ্র অল্প বয়সেই ১২৭৩ সালে পরলোক গমন করেন। যোগেন্দ্রচন্দ্রের মৃত্যুর পর রাজা পূর্ণচন্দ্র নাবালকগণেরও এষ্টেটের তত্ত্বাবধানের ভার গ্রহণের চেষ্টা করেন । কিন্তু এই ব্যাপার লইয়া গিরীন্দ্রচন্দ্রের পক্ষীয় লোকদিগের সহিত পূর্ণচন্দ্রের অনেক মোকদম হইয়াছিল। পরে সম্পত্তি কোর্ট অব ওয়াডের হাতে যায়। যোগেন্দ্রচন্দ্রের জীবনকালে ঋণদায়ে অনেক সম্পত্তি নষ্ট হইয়াছিল। গিরীন্দ্রচন্দ্রও ঋণগ্রস্ত অবস্থায় সম্পত্তি হতে পাইলেন । র্তাহার সাবালক হইবার অল্পকাল পরেই ঋণদায়ে সামান্ত মূল্যে র্তাহার জমিদারী সম্পত্তি সমস্তই বিক্রয় হুইয়া যায়। মাত্র লাখরাজ ও দেবোত্তর ইত্যাদি সামান্ত সামান্ত সম্পত্তি ভোগ করিয়া গিরীন্দ্রচন্দ্র জীবন যাপন করেন। খুল্লতাত রাজা পূর্ণচন্দ্রের সহিত র্ত হার আজীবন মোকদম চলিয়াছিল, তথাপি তৎপুত্র কুমার নরেন্দ্রচন্দ্রের সহিত গিরীন্দ্রচন্দ্রের সৌহাৰ্দ্দ ছিল । গিরীন্দ্রচন্দ্র অসামান্ত বলশালী ছিলেন। শুনা যায় মাটিয়ারীর সুবিখ্যাত বীর রামবাবুর ও রাজা গিরীন্দ্রচন্ধের ন্তায় বলশালী পুরুষ এদেশে জন্মগ্রহণ করেন নাই। ভয় কাহাকে বলে তাহ। গিরীন্দ্রচন্দ্র জানিতেন না। র্তাহার ব্যবহৃত মুগের দুই মন ওজনের কাষ্ঠখণ্ড এখনও শেওড়াফুলীর রাজবাটীতে দেখা যায়। র্তাহার বীরত্ব সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত রহিয়াছে। ১৮৮৫ খৃষ্টাব্দে তারকেশ্বর রেল লাইন খুলিবার সময় নিমন্ত্রিত হইয়া তিনি ও কুমার নরেন্থ চন্দ্র বড়লাট লর্ড ডাফরিনের সহিত এক যোগে গাড়ীতে চড়িয়া শেওড়াফুলী হইতে তারকেশ্বর গিয়াছিলেন। তিনি স্থানীয় মিউনিসিপালিটির প্রথম নিৰ্ব্বাচিত চেয়ারম্যান হইয়াছিলেন। সন ১৩০৩ সালের ৩রা অগ্রহায়ণ তারিখে গিরীন্দ্রচন্দ্র পরলোক গমন করেন । রাজা গিরীন্দ্রচন্দ্রের পুত্র সস্তান ছিল না, একটা মাত্র কন্যা ছিল। ভাগলপুরের মহাশয় তারকনাথ ঘোষের সহোদর ও হরিহর কারফরমা বংশীয় কৃষ্ণচন্দ্র ঘোষের মধ্যম পুত্র গিরিশচন্দ্র ঘোষের সহিত উক্ত কন্যার বিবাহ হয় । গিরিশচন্দ্রের একটী পুত্র শ্ৰীমান নিৰ্ম্মলচন্দ্র ঘোষ g BB BB S BS BB BBBBBB BBS BBBB BBB BBS BBBBB এক্ষণে গিরী চন্ত্রের একমাত্র উত্তরাধিকার হইয়া শেওড়াফুলির রাজবাটাতে বাস করিতে ছেন, ও দেবসেবাদি নিৰ্ব্বাছ করিতেছেন। তিনি কৃতবিদ্য, হাইকোটের উকীল, অনারারি ম্যাজিষ্ট্রেট এবং বহুদিন হইতে বৈদ্যবাটী মিউনিসিপালিটির চেয়ারম্যান রহিয়াছেন। তিনি নিজ ব্যয়ে শেওড়াফুলীতে একট অবৈতনিক উচ্চ প্রাথমিক স্কুল স্থাপন করিয়াছেন । রাজা পূৰ্ণচন্দ্র ভ্রাতার সহিত পৃথক হইবার পর ক্রমশ: মোকদমা ও খণে জড়িত হইয়া সৰ্ব্ব স্বাস্ত হইয়া পড়েন। সম ১৭০৪ সালে ঋণদায়ে শেওড়াফুলীর রাজবাটীতে র্তাহার বাসের অংশ ক্রেতা দীঘাপতিয়ার রাজকুমারের হস্তগত হইলে তিনি সপরিবারে কলিকাতায় ভাড়া