পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্ৰ-গোত্র মিত্রবংশ । ] উত্তরুবল্লাষ্ট্রীক্স কাঞ্জস্থ-কাণ্ড Nجني ঘনশুণমমিত্রের কারিকায় লিখিত আছে,— - “পাজির ভিতর লেখা টিকার স্বত্র। কেহ বলে মগধ হইতে আইলা বটপুত্র i পুরুষ লেখায় কেহো না মিশায় আপনার ভিতর । গণে বলে অতিবছাড় মিত্র আন কর । বটপুত্র টিকাইত আইল গৌড়দেশে। উটে বাহিয়া আনে ধন অশেষ বিশেষে । অশ্বপৃষ্ঠে দাসদাসী তোলাইয়া যানে। ঘোড় মিত্র বলিয়া গালি দেন জ্ঞাতিগণে ॥ ধনবলে ভূমি করে দেশে আসিয়া বসে। কুলশাস্ত্রে আছে তথা জ্ঞান পরকাশে । বলিব বটের বংশ সপ্তদশ গ্রাম। করে ধরিয়া লেখা করি বুঝিয়ালও নাম । ধামত ডু পদুমড়ি কোড়গ। নৈহাটি। পাঁচবাড়িয়া মুকপাড়া কৈয়ড় ভালকুটি । নগা মান্দারি অার টিকরি সটিই । গজপতিপুর সিদ্ধিপূৰ্ব মোনাই তাকরবৈ ৷ শিবরামবাটী পিলসীম। পরে নারায়ণপুর । ঘোষবাটী পায়রাকান্দি যেই বিংশতিপুর ॥ ধামতড়ি পদুমড়ি নারায়ণপুর গজপতিপুর ছাড়িয়া বাট তৈছে হুইল দূর । নৈহাটা ছাড়িয়া পরে ঘোষহাট গত | আকরগাঞি বলিয়া ডাকে বটের বংশজ ॥” প্রাচীন কারিক হইতে মনে হয়, জ্ঞাতিগণ কর্তৃক প্রত্যাখ্যাত হইয়া বটবংশ বেলুন হইতে প্রায় ৩ মাইল উত্তরে যেখানে ব্ৰহ্মাণী নদী উত্তরবাহিনী হইয়াছেন, তথায় ধামতড়ি ও আলতড়ি গ্রামে বাস করিলেন। তাহাদিগের বংশধরগণ ক্রমশঃ কোড়গ্রাম, কৈয়র, পদমুড়ি প্রভৃতি গ্রামে বাস করিয়াছিলেন । অর্থবলে তাহার অল্পকাল মধ্যেই সমাজে প্রতিপত্তি লাভ করিয়াছিলেন । র্তাহারা সমাজে বাঢ়া মিত্র নামে খ্যাত হইয়াছিলেন। বর্তমান কালে ধামতড়ি বা ধামড়ী এবং অলিতড়ী গ্রামে কায়স্থের বাস নষ্ট । জঙ্গলমধ্যে একট দেবীর মন্দির রহিয়াছে মাত্র। তবে নিকটবৰ্ত্তী স্থানে মধ্যে মধ্যে ইষ্টকালয়ের চিহ্ন পাওয়া যায় । প্রাচীন কারিকায় পুরুষোত্তম মিত্রের পুত্ৰগণ সম্বন্ধে এইরূপ বর্ণিত হইয়াছে-- “কোচে বচে বটে নর পুরে। ধারা চারি । বটকুল মগধগণ্ড গণে গত বারি। কালে ফিরে ধারা বলি বশে নানা ঠাঞি । পৃষ্ঠগত ভ্রাতৃডকে আকরগাঞি ॥ কালে ফিরে ধারা বনি ধনে করে কুল' ছাড়া পাজি বাড়ী গণি তবে বট মূল ৷ কন্ঠক লক্ষ্মণ দত্ত্ব বটোহভূমিগধেশ্বরঃ । কোচে বচো নর দেশে কুলাবনি পাট। বেলুন গোকৰ্ণ দুঘ। দক্ষিণ কপাট । কোচে সাত তাথে পাত উত্তরান্ত ঘটে । পরে ছয় নিরাময় আগে পাছে আট ॥ কোচপুত্র শূলপাণি তাথে ধারা চারি। রঙ্গ রুদ্র খেলান মেলান ক্রমে সারি • রঙ্গ বেলুন রুদ্র মিত্র উত্তরাস্ত গত । খেলান মেহগ্রাম মেলান বংশহত ॥ রঙ্গ উভয় পক্ষ পুত্র সাতে দুয়ে নয় । শেষ তিন ধারাহীন ধারাবন্ত ছয় ॥ ছয়ে যুগল উত্তরাস্ত দেশে বাসে চারি । ‘তাথে মহী পঞ্চ গাঞি অমুকুমে সারি। কেশে দেশে গরুড়ু চর্তুর নারায়ণ | সাধর মাধব কুমার আদি দ্বৈপায়ন ॥