পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७कबारे ।] সকলে সতত থাকে মধুর বাক্যেতে। ব্রাহ্মণ-পণ্ডিতগণ রাখয়ে সভাতে ॥ ৰিস্কালঙ্কার তর্কালঙ্কার বিস্তার চূড়ামণি। সভাসদ যার শ্রেষ্ঠ বিজ্ঞ শিরোমণি ॥ বিদ্যাবাগীশ আদি ভাবি তর্কপঞ্চানন । সাৰ্ব্বভৌম বিদ্বার্গব বিদ্যার ভূষণ ॥ বৃহস্পতি যিনি সভার সন্মত অভ্যাস। বিশেষতঃ শিরোমণি তুল্য কালিদাস ॥ নবরত্ন সভ সভে শুনিয়াছ পূৰ্ব্বে । প্রমথনাথের সভার শোভা দৃষ্টি কর এবে ॥ দানেতে দরিদ্র না রহিল পৃথিবীতে । ছয় রিপু অঙ্গে না পারয় পরশিতে ॥ ধৰ্ম্মেতে ধাৰ্ম্মিক যেন রাজা যুধিষ্ঠির । পরাক্রমে তুল্য দিই যেন পার্থবীর ॥ দুষ্ট মারি শিষ্টের করএ পালন । গুনিয়াছ যেমন রামের রাজ্যের বিবরণ ॥ চন্দ্ৰতারাগণ যেমন শোভিত গগনে । প্রমথনাথের সভা দেখি ষে তেমনে ॥ কুলাচাৰ্য্যগণ তবে একত্র হইয়া । প্রকাশ করেন কুল সভায় বসিয়া ॥ করিলেন কর্তী দান কি কহিব জার। কালী প্রসাদমিত্র এলেন দানের অগ্রসার ॥ দ্বিতীয়ে রামমোহনমিত্র সুগন্ধ্যা-নিবাসী । ভৈরব ঘোষের অস্তিরসে প্রসন্নতা বাসী ॥ বহুরত্ব যত্নে তারে আসিয়া গৃহেতে । এইরূপে কুলকৰ্ম্ম করেন নানা মতে ॥ দ্বেীজতে মাণিকর্মিত্র জানে জগজ্জনে । রুক্মিণীকান্ত বৃন্দাবন এলেন দানের কথা শুনে এইণ করিয়া তবে আনন্দিত মন । বহুরঙ্গ লইয়া নিজ গৃহে আগমন ॥ পেনেট-নিৰুণী মুখ্য শম্ভুচন্দ্রঘোষ। তাঁর কন্যা গ্ৰহণ করেন মনে পাইয়া তোষ ॥ সমীকরণ বা একজাই Sch মুখ্যের কন্যা ঘরে জানি আনন্দিত মনে । শিবচন্দ্র কন্যা দিলেন দিয়া নানা দানে ॥ ক্রমে ক্রমে কৰ্ম্মে তবে নবকুল আইল। সন্মান পাইয়া তৰে সত্তে তুষ্ট হইল । কুলাচার্য্যে বিস্তারিতে বাবু আজ্ঞা দিলা । প্রকৃতের অগ্রগণ্য কহিতে লাগিলা ॥ সহজাদি যত কুল সভায় বসিল । কুলাচাৰ্য্যগণে ভৰে ক্রমে বিস্তারিল ॥ २s* गरीां★ शपूरांबून अरुजt३ ।। প্রকৃতের অগ্রে ধরি, রাজনারায়ণ অধিকারী, কুলে মান্ত সকলেতে জানে । ব্রজকিশোর আসি পরে, কুল বিবেচনা করে, বসিলেন আপনার স্থানে ॥ জয়কৃষ্ণ বসুজার হৈল আগমন । জঙ্গল-বাদালে বার বাস নিরূপণ। প্রকৃতের মান্ত তবে গেল তিনজনে । সহজ কমলকুল করি ষে বর্ণনে ॥ রাজচন্দ্র দান তবে কাশীনাথে দিল । গ্রহণ করিয়া কুল ধন্য ধন্য হ'ল। জগমোহন বসুর কথা কি কহিব আর । রঘুনাথে দান দিল বিদিত সংসার ॥ জগমোহনের উচ্চস্থান গ্রহণের জোরে । গৌরমোহন প্রভৃতির লজ্জ সবার ভিতরে ॥ গৌরমোহন দান তবে রাজনারায়ণে দিয়া। প্রফুল্প হইল মুখ সভাতে বসিয়া ॥ রামসুন্দরেন্ধু কন্য। তবে গ্রহণ করিয়াছে। কায়স্থ কুলীন মধ্যে সভে জ্ঞাত অাছে ॥ ব্রজকিশোরে দান দিয়া নীলমণি মান্য । হরিপ্রসাদে গ্রহণ করি না হৈল ধন্য ॥ শিবচন্দ্রের দান তবে লয় জয়কৃষ্ণ । রামনিধি মল্লিকে গ্রহণ করি বসিলেন ম্প ॥