পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের আদি কায়স্থসমাজ ] দক্ষিণরাষ্ট্রীয় কক্সস্থ কাণ্ড SA পূর্বেই লিখিয়াছি, বহু পূৰ্ব্বকাল হইতে এই গৌড়দেশে যাহাদের বাস,তাহারাই গোঁড়কায়স্থ। উত্তররাঢ়ীয়-কুলপঞ্জিক অনুসারে বাৎস্ত সিংহ, সোঁকালীন ঘোষ, মোঁদগল্য দাস, বিশ্বামিত্র মিত্র ও কাশুপদত্ত এই ৫ ঘর ব্যতীত অপর সকলেই গোঁড় কায়স্থ। দক্ষিণরাঢ়ীয় কুলপঞ্জিকানুসারে গৌতম বসু, সৌকালীন ঘোষ, বিশ্বামিত্র মিত্র, কাশুপ গুহ ও ভরদ্বাজ দত্ত এই পাচ ঘর ব্যতীত অপর সকলেই গোঁড় কায়স্থ এবং বঙ্গজ-কুলপঞ্জিকার মতে গৌতম বস্থ, লোকালীন ঘোষ, কাশুপ গুহ, বিশ্বামিত্র মিত্র এবং মোদগল্য দত্ত এই পাচ ঘর এবং নাগ, নাথ ও দাস ব্যতীত অপর প্রাচীন ঘরের সন্তানগণ গৌড় কায়স্থ । কিন্তু পূর্বেই লিখিত হইয়াছে,—বস্ব, ঘোষ, গুহ, মিত্র, দত্ত, সিংহ ও দাসবংশ রাজা আদিশূর জয়ন্ত বা রাজা আদিত্যশূরের বহুপূৰ্ব্বে এমন কি খৃষ্টীয় ৬ষ্ঠ শতকে এদেশে ৰাস করিতেন । সুতরাং ঐ সকল পদ্ধতির কায়স্থকেও গৌড়কায়স্থ বলিয়া ধরিতে পারি। পরে র্তাহীদেরই বংশধর কেহ কেহ পশ্চিম ভারতে কএক পুরুষ বাস করিয়! আবার এদেশে উপনিবেশী হইয়াছিলেন । গৌড় কায়স্থ-বংশ ইদিলপুর হইতে সংগৃহীত একখানি প্রাচীন কুলজীতে লিখিত আছে— “চিত্রগুপ্ত বিচিত্র অণর চিত্রসেন ভাই । যমের অনুজ বলি কীৰ্ত্তিকথা গই ৷ চিত্র হইতে হইল যে চারি কুমার। গৌড় মাথুর সকসেন ভট্টনাগর ॥ গৌড়ের গমন হইল পশ্চিম ভুবন । মাথুর রহিল গিয়া কলিঙ্গ সদন ॥ সকসেন কনৌজে ছিল কতকাল। বিপ্রমুনি সেবা করি পাইলেক কাল ॥ ভট্টনাগর হইল কনৌজের রাজা । মহাগুণ মহাশীল সৰ্ব্বগুণতেজা ॥ সত্য ত্রেত। দ্বাপর হইল অপার | কত হইল কত মৈল কি কহিব তার ॥* উদ্ধত শোক হইতে মনে হয়—চিত্রসস্তান গৌড় শাখ। এদেশ ছাড়িয়া বহু পূৰ্ব্বকালেই কেহ কেহ পশ্চিম প্রদেশে, মাথর শাখা স্বস্থান মথুরা ছাড়িয়া কলিঙ্গ বা উৎকলে, শকসেন ও ভট্টনাগর শাখা ঐরূপ কনৌজে বাস করিয়াছিলেন । সুতরাং উক্ত কুলজীর বচন হইতে মনে হয় নানা শাখার কায়স্থই একস্থানে স্থিরভাবে ছিলেন না । স্বস্থান হইতে বহু স্থানে ছড়াইয়া পড়িয়াছিলেন। তন্মধ্যে গৌড় বা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে অতি প্রাচীনকাল হইতেই প্রধান শাখার বাস এবং সকল স্থান অপেক্ষা সংখ্যায় অধিক ছিল, সে কথা পূৰ্ব্বেই লিখিয়াছি। রাঢ় বা পশ্চিমবঙ্গেও অতি পুৰ্ব্বকাল হইতে শ্রেষ্ঠ কায়স্থগণের বাস হইয়াছিল, পরবর্তী অধ্যায়ে তাহার বিশদ পরিচয় লিপিবদ্ধ হইয়াছে। যাহারা গৌড়দেশই আপনাদের আদিবাস মনে করিতেন, অতি পূৰ্ব্বকাল হইতেই তাহাদের সন্তানগণ ভিন্নদেশে গোঁড় কায়স্থ নামে পরিচিত হইয়াছিলেন। দ্বাদশ প্রকার চিত্রগুপ্ত-কায়স্থ শাখার মধ্যে গোড় শাখা একট। গৌড়শাখার কায়স্থবংশ গৌড় হইতে গিয়া নানাদেশের সভা অলঙ্কৃত করিয়াছিলেন, এবং অদ্বিতীয় পণ্ডিত ও মহাবীর বলিয়া খাতি ఖీ