পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রাচীন কুলগ্রন্থ দক্ষিণরতীয় কাশ্লছকাণ্ড (34 গুহকে জিজ্ঞাসিলে কহে হর্ষশিষ্য আমি। তায় তুষ্ট নৃপ কহে ভাল বট তুমি ঘোষ বসু মিত্র রাঢ়ে বঙ্গে কুলীন গুহ এই তিন কুলীন হইল নিশ্চয় জানিহ ॥ ঘোষ বসু মিত্র গুহু কুলের অধিকারী। অভিমানে বালীর দত্ত যায় গড়াগড়ি ॥ কাতর দেখিয়া দত্তে কহেন রাজন। সন্মৌলিক হইলে তুমি শুন পুরুষোত্তম ॥ এত বলি আশীৰ্ব্বাদ দিল পঞ্চ জনে । মুনি সনে রহিলেন ধৰ্ম্মের রক্ষণে । আর যত কায়স্থ আইলেন পরে। পত্ৰ দিয়া মুনিগণ আনিল সভারে ॥ পশ্চিম হইতে আইলা গৌড়দেশ পরে সপ্তগ্রামে মিলিল মৌলিক আসি যত । আর যত কায়স্থ আইল তবে তত ।” ( দ্বিজ ঘটকচূড়ামণির কারিকা) ৪ । ঘটককেশরীর দক্ষিণরাঢ়ীয় কায়স্থকুলকারিকায় পাইতেছি— “শুনি আপনার পরিচয় দেন তারে । কালিদাস মকরন্দ দশরথ পরে ॥ জাতিতে কায়স্থ হই মুনিদের দাস । দ্বিজ সঙ্গে আসিয়াছি তীর্থ অভিলাষ । দশরথ গুহ আর পুরুষোত্তম দত্ত | কহিতে লাগিল দেহে আপনার তত্ত্ব ॥ প্রতিবাসী দুই দ্বিজ সঙ্গে খাগমন । মনের মানস যাই তীর্থ দরশন ॥ এ দোহার বাক্যে রাজা চিত্তে অসন্তোষ আমার রাজ্যেতে পূজ্য বসু মিত্র ঘোষ । রাজ বলে বুঝিলাম তোমাদের মতি । পুনৰ্ব্বার বল দেখি আপন পদ্ধতি ॥ দৰ্প করি দশরথ কহে পুনৰ্ব্বfর । আমার পদ্ধতি গুহ রাজার কুমার। শুনি হাসিল রাজা গৰ্ব্বিত বচন । লজ্জ পেয়ে গুহ কৈল বঙ্গেতে গমন ॥ দত্ত স্থত তত্ত্ব বুঝি সুমতি হইল । বিনতি প্রণতি করি দ্বিজে না ছাড়িল ॥ ঘোষ বসু মিত্র দত্ত এই চারি জন । দ্বিজঞ্জায় সপ্তগ্রামে রহিল তখন ॥ তার পর ছয় জন মৌলিক আনাইল । সম্মান করিয়া স্থান সভাকারে দিল ॥ ইহাদের পরিজন পরে আনাইল । বৃত্তি দিয়া নিজ দেশে সভারে খুইল ॥” রামানন্দের বঙ্গজ কুলকারিকায় পাইতেছি— “ভট্টনারায়ণে দক্ষ ছান্দড় গ্রহরিস্তথা । বেদগৰ্ভ-সমাখ্য'তো পঞ্চৈতে বঙ্গবাহিনী ॥ এই পঞ্চ মুনি সঙ্গে দশরথ বসু রঙ্গে চলিতে লাগিল শুরমণি ॥ চলে মকরনদ ঘোষ নিশাপতি পরিতোষ দশরথ গুহ অমুসার । মিত্রবংশে কালিদাস ধৰ্ম্মেতে সদাই আশ পঞ্চমেতে এই তত্ত্ব সার ॥ আর পুরুষোত্তম দত্ত কহিলেন এই তত্ত্ব চলিলেন এই পঞ্চজন । তিল তুলসী কুশীকোশ সত্য ধৰ্ম্ম পরিতোষ দও কমণ্ডলু লইয়া হাতে। বৃষভবাহনে বিপ্ৰ চলিলেন দ্বিগুণ ক্ষিপ্ৰ দশজন চলে এক সাথে ॥ হুই স্বরধনী পার করি গঙ্গা পরিষ্কার বড়গঙ্গা জগতে বাখানী।