পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ब्रचत्वं] বারেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ 《 দামোদর । শিকাই উদয়নাচাৰ্য্য ভাদুড়ীর পরিবর্তমৰ্য্যাদা-প্রচলনের সময় উপস্থিত ছিলেন । শ্ৰীনারায়ণ লাহিড়ীর সছি ত শিকাই সাঙ্গলের করণ এবং পরিবর্ত হইয়াছিল। শিকাষ্টর পুত্র কানাই, বলtষ্ট এবং পিয়াই প্রভৃতি। বলাই সান্তাল চণ্ডীপতি ভাদুড়ীর উপকারকরণে লিপ্ত হষ্টয়া ছয়ঘরিয়াদল স্বষ্টি করেন, তৎপরে নিস্কুল হন। বলাইয় সমাজ গাড়াদহ পিয়াইর পুত্র আঙ্গুয়াই, এই জানুয়াইর সমাজ কুঞ্জিল । বাৎস্তগোত্র ভীমকালিহাইবংশে —ভোজের পুত্র অনন্তবাঙ্গল ওঝা, ইছার সহিত আনা লাহিড়ির করণ এবং পরিবর্ত হইয়াছিল। অনন্তের চরিপুত্র ধামাই, ধূমাই, বরাই ও অচ্যুত। ধামইর সমাজ পয়ালম্বর, ধূমাইর ধুরাইল, বরাষ্টর ছাপানিয়া এবং অচ্যুতের বোয়ালিয়া। বরাইর পুত্র ধরাষ্ট, শশধর, পদ্মনাভ, মিভাই, भभू, ७ॉकूब्राहे, অগ্রবিন এবং অরবিন্দ। ধরাইর সমাজ হাঁপানিয়া, শশধরের তাড়ঙ্গাইল, পদ্মনাভ এবং মিতাইর বায়সা। মধু ডাকু, অগ্রবিদ এবং অরবিন চারিভ্রাতাই পাচুড়িয়া দোষে কুলভ্রষ্ট । ভট্টশালী বংশে।—ভট্টশালী বাণভট্টের পুত্র নীলমেঘ ভট্ট । তাহেরপুরের রাজবংশের পূৰ্ব্বপুরুষ কামদেব ভট্ট নীলমেঘেব কন্যাকে বিবাহ করেন। নীলমেঘ ভট্টের পুত্র ফণাধর ভট্ট এবং দানবারি ভট্ট। দানবারির চারিপুত্র ইতিহাস, পুরনার, ভূতনাথ এবং দিগম্বর ভট্ট । ইতিহাসের সমাজ সিমুলতল, পুরন্দর ও ভূতনাথের বায়রা এবং দিগম্বরের নাউনড়িা । இ কামদেব কালিহাই বংশে —শশিকামদেব কালিহাষ্টর চারিপুত্র সোমনাথ, ভূতনাথ, পু গুরীকাক্ষ ও ভৈরব । ভৈরবের পুত্র প্রজাপতি। প্রজাপতির পুত্র রাম, ভীম এবং জগন্নাথ। জগন্নাথের ও পুত্র গোষ্ট্ৰীচন্দ্র, গঙ্গানন্দ, বরাই, শশধর ও অভয় । গোল্পীচক্সের সমাজ পঞ্চক্রোশী, গঙ্গানন্দ ও বরাইব কাণসোণ, শশধরের কৈজুড়ি এবং অভয়ের জয়ন্তীপুর। ভরদ্বাজগোত্র ভাদড়বংশে —আকাইল্প পাচপুত্র নরপতি, রাজপতি, উমাপতি, বিভাপতি ” এবং বৃহস্পতি। নরপতির সমাজ পায়রা, রাজপতির শৈলকোপ এবং উমাপতির সাতবাড়িয়া । উমাপতির পাঁচ পুত্ৰ-জিয়াই, আন্দাই, বলাট, মাধাই ও স্বয়াই। আজাইর সমাজ ফেটকা, বলাই ও মধাইর লক্ষ্মীকোল এবং স্বয়াইর থাগজানা।