পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$48 বঙ্গের জাতীয় ইতিহাস t { ব্রাহ্মণবাওঁ । রাখিবার ক্ষমতা দিয়া যান। মৃন্ময়ী একটি পোষ্যপুত্র গ্রহণ করেন এবং হেবানামা দ্বার র্তাহার দুই ভ্রাতৃজায় এবং দুই বিধবা ভগিনীকে সম্পত্তি দান করিয়া যান। মৃগীর পোধ্যপুত্র ইহা লইয়া দীর্ঘকাল ধরিয়া মোকদ্দমা করিয়া ভারতীয় সকল আদালতে পরাজিত হুয়েন। কিন্তু আদালতে পরাজিত হইলেও তিনি সহজে সম্পত্তির অধিকার দেন নাই ! জলেশ্বরে উভয় পক্ষের মধ্যে যে দাঙ্গ হয় তাহাতে ১২জন লোক হত ও ৭২জন আহত হয়। প্রিভিকাউন্সিলের আপিলে মৃন্ময়ীর পোষ্যপুত্রেরই অবশেষে জয় হয়। ' - ভগিনীপতির সহিত মোকদ্দমা করিবার সময় দুর্গাদাস Mr. G. Moncy নামক ব্যারিষ্টারকে স্বপক্ষে নিযুক্ত করেন। G. Money স্বেচ্ছায় ছোট লাট স্তার সিসিল বীডন সাহেবের সহিত সাক্ষাৎ করিয়া দুর্গাদাসের জন্ত একটি ডেপুটী ম্যাজিষ্ট্রেটের পদ যোগাড় করিয়া দেন। দুর্গাদাসের ধৈর্য্য এত অসাধারণ ছিল যে একদিন যখন তিনি যশোহর আদালতে একটী মোকৰ্দ্ধনার বিচার করিতেছিলেন, তখন তারের খবরে তাহার প্রিতিকাউন্সিলের মোকৰ্দমা হারার সংবাদ আসিলেও তিনি বিদুমাত্র বিচলিত না হয় বিচার চালাইতে থাকেন। তিনি সমগ্র জীবন পরহিতব্ৰতে উৎসর্গ করিয়াছিলেন । তাহার সম্পত্তি ভাগর পত্নী মগ্নময়ী দেবীকে দিয়া যান। 寧 দুর্গাদাসের সাত পুত্র। প্রথম পুত্র আগুচোষ হাইকোর্টের বিচারপতি ছিলেন। দ্বিতীয় পুত্র যোগেশচন্দ্র, তৃতীয় পুত্র কুমুদ্রনাথ, চতুর্থ পুত্র প্রমথনাথ, ও সপ্তম পুত্র অমিয়নাথ ব্যারিষ্টারী করেন। পঞ্চম পুত্র মন্মথনাথ ও ষষ্ঠপুত্র সুহৃদনাথ স্বনামধন্য ডাক্তার । * দুর্গাদাসের পুরগণ