পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ–চন্দ্রকান্ত–১৮শ শতাব্দীর মধ্যভাগ । S8 SS দেখিএ কাস্তের রূপ বিস্ময় হইল ভূপ সমাদর করিল তাহারে। পাত্রে কহে নৃপবর দেও গিয়া বাসাঘর উপযুক্ত যে হয় উহারে। তবে সাধুর তনয় সে দিন বাসায় যায় রাজ-স্থানে হইয়া বিদায়। দিব্য অট্টালিকাময় বাসা দিয়া দিল তায় হরষিত চন্দ্রকান্ত রায় ॥ অতি রম্য স্থান দেখি চন্দ্রকান্ত মনে সুর্থী পথের যে দুঃখ গেল দূর। প্রভাতে উঠিয়া রায় রাজার নিকটে যায় এস এস বলে নৃপবর ॥ সাধুর সন্ত্রম অতি রাখে গুজরাট-পতি শিরপা করিল কবিবর। রাজার প্রসাদ লয় গজে আরোহণ হয় বাসায় চলিল সদাগর ॥ শিরোপ-প্রাপ্তি। গুজরাটবাসী যত মহাজন আইল কত সদাগর আসিয়াছে শুনে । পরে দিব্য জামা যোড়া শোয়ার হইএ ঘোড়া আইল সভে সাধু-বিদ্যমানে ॥ চন্দ্রকান্ত চাহি কয় শুন সাধু মহাশয় কি কি দ্রব্য আনিয়াছ বল । মহাজন হই মোর জিনিষ করিব ফের ছন দিব করিয়া বদল ৷ সাধুর নন্দন কয় চারি গুণ কম নয় না বুঝে কেমনে কহ ভাই। চন্দ্রকান্ত বুঝে মনে বদল জিনিষ কেনে মুনফগতে হইবে তেহাই ॥ প্রতিবাসী যত ছিল সাধুরে দেখিতে এল গোয়ালিমীর সঙ্গে মধুৰ বচনে সাধু ভাষে। সাক্ষাৎ ৷ সাধুর সংবাদ শুনি আইল এক গোয়ালিনী হাসি হাসি কহে মৃদ্ধ ভাষে।