পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—মহারাষ্ট্র-পুরাণ–১৮শ শতাব্দীর মধ্যভাগ । রাজারামে এত কত্রে নবাব শুনিয়া রএ তদ্‌পরে দিলেন উত্তর। হরকারী পাঠাইয়৷ হকিকত (১) আন যায়্যা কোথা হৈতে আইল লস্কর ৷ এতেক শুনিল যবে হরকারী পাঠাইল তবে ফৌজের নির্ণয় জানিবারে। সাজিঞা হরকার লস্করে ফিরে তারা আসিয়া কহিল নবাবেরে ৷ চব্বিশ জমাদার ভাস্কর সরদার চল্লিশ হাজার ফৌজ লইঞ । সেতারা-গড় হইতে বরগী আহিল চৌথ লৈতে সাহু রাজার হুকুম পাইঞা ৷ এতেক কথা শুনিঞা জমাদার আনে ডাক দিঞা কহিতে লাগিলা নবাব । সেতারা-গড় হইতে বরগী আইলা চৌথ লৈতে ইহা কি বোলহ জবাব ॥ বাদসাই খাজনা যাইত সেখানে চৌথাই পাইত সুজা খাঁ আছিল তখন । মুস্তফা খাঁ এত কএ যাহা তোমার চিত্তে লয় তাহা তুমি করত এখন। উকীলকে কহিল সৈন্ত সাজ্য কেন আইল এই কথা বল যাইয়া তারে । উকীল কহেন কথা ভাস্কর শুনেন তথা তবেত কহিল তার পরে ৷ সাহু রাজা পাঠাএ মোরে চৌথাই নিবার তরে তে কারণে আইলাম আমি । যাইয়া বোলো নবাবেরে চেীথ যেন দেয় মোরে শীঘ্র-গতি চলি যাহ তুমি ৷ (১) সংবাদ ; বিস্তৃত বিবরণ। >8ネ○ চেীথের দ্বাৰী।