পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪২৪
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

এতেক শুনিয়া যবে উকীল কহিল তবে
অন্যায় কথা কেনে বোলো।
কোন্‌ কালে বাঙ্গালাতে বর্‌গী আসে চৌথ নিতে
এই ত অন্যায় বড় হৈল॥
নবাবের উত্তর।ভাস্কর বুলিল তারে কেবা অন্যায় করে
মনেতে কৈলে ভাবনা।
কাহার হুকুম পাইয়া মুলুক নিলা মারিয়া
বাদসাই খাজনা ভেজ না॥
শুনিঞা উত্তর দিলা চৌথ নিতে না জানিলা
উকীল পাঠাইতা তার কাছে।
উকীল যাইয়া পরে কহিতে নবাব তরে
চৌথাই দিতেন তিনি পাছে॥
আপন কটক লৈয়া পুনঃ যায় ফিরিয়া
কহ তবে বাদসার স্থানে।
সনদ যদি দেয় খাজানা তবে যাএ
চৌথাই পাবে সেই খানে॥

ভাস্কর তবে কএ বাদসার হুকুম হএ
চৌথ নিবার কারণ।
চৌথাই না দিবে যবে রাজ্য নষ্ট হবে তবে
তার সনে করিব আমি রণ॥
এতেক বচন শুনি উকীল কহেন বাণী
ভএ তুমি কিসে দেখায় তারে।
তোমার যতেক সেনা চতুর্দ্দিগে দিল থানা
তারা সব কি করিতে পারে॥
তুমি যেমন এক জনা এমন আইসে সহস্র জনা
তবু তার ভুরূক্ষেপ নাই।
চৌখুটা মুলুকে সবাই জানএ তাকে
নবাবের সমান কে আছে সিপাই॥
উকীল বুলিলা যবে ভাস্কর জানিলা তবে
কহিতে লাগিলা তার পরে।

চৌথ না দিলে যুদ্ধ।চৌথাই না দিবে যবে যুদ্ধ করিব তবে
এই কথা বোল যাইয়া তারে॥