পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) 839 రి জয় জয় জয় জয় জয় জয় বঙ্গ-সাহিত্য-পরিচয় । পিনাক-পণ্ডিত পিশাচ-মণ্ডিত বিভূতি-ভূষিত কলেবর ॥ কপাল-ধারক কপাল-মালক চিতাভিসারক শুভঙ্কর। শিবা-মনোহর সতীসদীশ্বর গিরীশ শঙ্কর কৃত-জ্বর ॥ কুঠার-মণ্ডিত কুরঙ্গ-রঙ্গিত বরাভয়ান্বিত চতুষ্কর (১)। সরোরুহাশ্রিত বিধি-প্রতিষ্ঠিত পুরন্দরাচিত পুরন্দর। হিমালয়ালয় মহামহোময় বিলোকনোদয় চরাচর । পুনীহি ভারত মহীশ ভারত উমেশ পৰ্ব্বত-সুত-বর ॥ ব্যাসের হরি-গুণ-গান ৷ এইরূপে শৌনকাকি যত শৈবগণ । শিবগুণ গান করি করিলা গমন ॥ হাতে কাণে কণ্ঠে শিরে রুদ্রাক্ষের মালা । বিভূতি-ভূষিত অঙ্গ পরি বাঘ-ছাল ॥ রক্ত চন্দনের অৰ্দ্ধচন্দ্র-ফোটা ভালে। ববম্ববম্ বম্ ঘন রব গালে ৷ কোশাকুশী কুশাসন শোভে কক্ষতলে। কমণ্ডলু করঙ্গ পূরিত গঙ্গাজলে ৷ অতি দীর্ঘ কক্ষলোম পড়ে উরু-পর। নাভি ঢাকে দাড়ি-ঝোপে বিশদ চামর ॥ করেতে ত্রিশূল শোভে চরণে খড়ম। চলে মাহেশ্বরী সেনা ভয়ে কঁপে যম ॥ ব্যাসদেব চলিলা বৈষ্ণবগণ লয়ে। উৰ্দ্ধভূজে উচ্চৈঃস্বরে হরি-গুণ কয়ে ॥ একেবারে হরি হরি হর হর রব। ভাবেতে আখির ধারা মানি মহোৎসব ॥ (১) চতুষ্কর =চারি হাত-যুক্ত।