পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ । বৈষ্ণৰ শৈবের দ্বন্দ্ব হরি হর লয়ে । দেবগণ গগনে শুনেন গুপ্ত হয়ে ॥ অভেদে হইল ভেদ এ বড় বিরোধ। কি জানি কাহারে আজি কার হয় ক্রোধ ॥ ভারত কহিছে ব্যাস চলিলা কাশীতে। ভ্রান্ত কি অভ্রান্ত এই ভ্রান্তি ঘুচাইতে ॥ ব্যাস-কৃত বিষ্ণু-স্তোত্র । কৃষ্ণ কেশব রাম রাঘব কংসদানব-ঘাতন । পদ্মলোচন নন্দনন্দন কুঞ্জকানন-রঞ্জন ॥ কেশিমৰ্দ্দন কৈটভাৰ্দ্দন গোপিকাগণ-মোহন । গোপবালক বৎসপালক পূতনা-বক-নাশন ॥ গোপবল্লভ ভক্তসল্লভ দেবতুল্লভ-বন্দন । বেণুবাদক কুঞ্জনাটক পদ্মনন্দক-মণ্ডন ॥ শান্তকালিয় রাধিকাশ্রিয় নিত্য-নিষ্কিয়-মোচন। সত্য চিন্ময় গোকুলালয় দ্রৌপদী-ভয়-ভঞ্জন ॥ দৈবকীস্থত মাধবাচু্যত শঙ্করস্তুত বামন । সৰ্ব্বতোজয় সজ্জনোদয় ভারতাশ্রয় জীবন ॥ এইরূপে ব্যাস গিয়া বারাণসী প্রবেশিয়া আদি কেশবেরে প্রণমিয়া । সংহতি বৈষ্ণবগণ হরিনাম-সঙ্কীর্তন নানা রসে নাচিয়া গাইয়া ॥ কীর্তনীয়াগণ সঙ্গে গান করে নানা রঙ্গে বাল্য-গোষ্ঠ দান বেশ রাস। (১) পূৰ্ব্বরঙ্গ (২) রসোদগার মাথুর (৩) বিরহ আর হরিভক্তি যাহতে প্রকাশ ॥ বাজে খোল করতাল কেহ বলে ভাল ভাল কেহ কান্দে ভাবে গদগদ । (১) দানের পালা, বেশ পরিধানের পালা ও রাস। (২) পূৰ্ব্বরঙ্গ =পূৰ্বরাগ। (৩) কৃষ্ণ মথুরায় গেলে রাধার অবস্থা ও কৃষ্ণের নিকট বৃন্দার দৌত্য সম্বন্ধীয় বিষয় । >8や> বৈষ্ণবধৰ্ম্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন ।