পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b"○ বঙ্গ-সাহিত্য-পরিচয় । রাজ-সভা ও বিচার। সভা-মধ্যে রত্ন-সিংহাসনে নরপতি। শিরে শ্বেতচ্ছত্র ইন্দু কুন্দ জিনি ভাতি। ফক্‌ফক্‌ জলে ভস্ম-ত্রিপুণ্ড ক ভালে। মিশি মিশি যজ্ঞ-ভস্ম ভ্ৰ-মধ্যে জলে ॥ জগমগ শিরে চীরা (১) রত্ন বান্ধা যাহে। ত্বরত্বর কাপে কঙ্কপাখি-পাখ তাহে ॥ ঝকৃমকৃ জড়ি যোড়া সাজে কলেবরে। দপদপ জিনিয়া বদন-সুধাকরে ॥ চক্‌মক্‌ সুবর্ণ-কবচ-যোড়া পরে। ধকৃধক্ হীরার ধুকধুকী শোভে উরে। টলটল মুকুতা-কুণ্ডল কাণে দোলে। ঢলঢল গজমতি-মালা ঢোলে (২) গলে ॥ কস্ক কসা তাস্ পটুক কটিতে। ঝলঝল ঝকৃমকি স্বর্ণ ঝালরেতে ॥ ডগমগ সপ্ত কন্ত চামর লইয়া । ধীরে ধীরে দোলাইছে রহিয়া রহিয়া ॥ ঝন্‌ঝন্‌ লাগে কাণে কঙ্কণের ধ্বনি। চক্‌মক্‌ চামর-দণ্ডেতে জলে চুণি ॥ গল গল ভাটে যশঃ পড়িছে ডাকিয়া । জয় জয় স্তুতি করে বন্দী বিরচিয়া ॥ টলমল বসুন্ধর কঁাপিছে প্রতাপে। থরথর অমাত্য সকলে হেরি কঁপে ॥ মিট্‌মিট্‌ নয়নেতে চাহে যার পানে। ধকৃধক্‌ বুক বাক্য না সরে বদনে ॥ ফিসফিস্ করি কথা সভাসদ কয়। বট বট উঠে যার পানে দৃষ্টি হয়। ছবছব জল-যন্ত্র (৩) সমুখেতে ছোটে । বিন্দু বিন্দু বিন্দু হইয়া পড়িছে নিকটে ॥ (১) বস্ত্রখণ্ড, উষ্ণষের বস্ত্র। (২) ‘দোলে শব্দের রূপান্তর ইহা পূৰ্ব্ববঙ্গে সৰ্ব্বদা ব্যবহৃত হয়। (৩) সময়-নিৰ্দ্ধারণের জন্ত ।