পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত–রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খৃঃ । Տ(tԾԳ একে তোর জীর্ণ তরী কলুষেতে হলো ভারি। যদি পার হবি মন ভবার্ণবে শ্রনাথে কর কাণ্ডারী। তরঙ্গ দেখিয়া ভারি পলাইল ছয়টা দাড়ী। (১) এখন গুরু ব্ৰহ্ম সার কর মন যিনি হন ভব-কাণ্ডারী ॥ ( २४ ) এমন দিন কি হবে তারা। যবে তারা তারা তারা বলে তারা (২) বয়ে পড়বে ধারা ॥ হৃদি-পদ্ম উঠবে ফুটে, মনের আঁধার যাবে ছুটে, তখন ধরাতলে পড়ব লুটে, তারা বলে হব সারা ॥ ত্যজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ, ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকার ॥ স্ত্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সৰ্ব্ব ঘটে, ওরে আখি অন্ধ, দেখ মাকে, তিমিরে তিমির-হরা ॥ ( ২৯ ) এ শরীরে কায কি রে ভাই দক্ষিণে প্রেমে না গলে। (৩) এ রসনায় ধিক্ ধিক্‌ কালীনাম নাহি বলে ॥ কালীরূপ যে না হেরে, পাপ-চক্ষু বলি তারে, ওরে সেই সে দুরন্ত মন না ডুবে চরণতলে ॥ সে কর্ণে পড়ক বাজ, থেকে আর কিবা কায, ওরে সুধাময় নাম শুনে চক্ষু ন ভাসালে জলে ॥ যে করে (৪) উদর ভরে, সে করে কি সাধ করে, ওরে না পূরে অঞ্জলি চন্দন জবা আর বিল্বদলে। সে চরণে কায কিবা, মিছা শ্রম রাত্রি দিবা, ওরে কালীমূৰ্ত্তি যথা তথা ইচ্ছা সুখে নাহি চলে ॥ ইন্দ্রিয় অবশ যার, দেবতা কি বশ তার, রামপ্রসাদ বলে বাবুই গাছে আম্র কি কখন ফলে ॥ (১) ছয়টা দাড়ী=কাম, ক্রোধ প্রভৃতি ষড়রিপু ষড়রিপু, পলাইল, অর্থাৎ আসন্ন মৃত্যুকালে ইহাদের শক্তি ফুরাইল। (২) চক্ষুর তারা । (৩) দক্ষিণা কালীর প্রতি মন যদি প্রেমে বিগলিত না হয় । (৪) করে = হস্তে । సిలి