পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

368२ বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( > 0 ) কেমনে রহিব ঘরে মন মানে না। হেরি মোর দুঃখানল লাজ ভয় পলাইল কলঙ্ক বারণ করে না । (১) লোকের কথায় আর কেমনে হইব স্থির ঘুচিবে অন্তর-যাতন ॥ বিনা তার দরশন অশেষ মত যতন (২) উপায় করিতে পারে না ৷ ( ১১ ) যেমন আমারে ভাসালে নয়ন-জলেতে। তেমতি নয়ন-বারি বরিষণ হইবে প্রাণ তোমারে ভাসাতে ৷ কত সুখ আশা করি তোমার হাতেতে ধরি প্রাণ দিলাম হাসিতে হাসিতে। মোর বশ মন নহেত এখন কাতর নয়ন কান্দিতে কান্দিতে ॥ ( >२ ) আসিতে এখানে কে বারণ করিলে। অবলা-বধের ভয় সে নাহি ভাবিলে । ষটপদ মধুকর নিরস্তর অন্তান্তর (৩) দ্বিপদ কি ষটপদ-স্বভাব পাইলে ॥ (৪) নিশি না পোহাইতে কি চঞ্চল হইলে । আমার কি নাহি লাজ লোকেতে দেখিলে ৷ শশীর কিরণ দেখি চকোর কুমুদ মুর্থী অরুণ উদয়-ভাব ইথে কি ভাবিলে। (৫) (১) কলঙ্ক-ঘোষণাও আমাকে এই প্রেম হইতে নিবারিত করিতে পারে না । (২) তাহার দর্শন ব্যতীত ও অশেষ যত্ন। (৩) সৰ্ব্বদাই অপর নায়িকাতে অনুরক্ত। (৪) তুমি দ্বিপদ (মনুষ ) হইয়া কি ভ্রমরের স্বভাব পাইলে ? (৫) তুমি কি মনে করিয়াছ যে এখন স্বৰ্য্যোদয় হইয়াছে ?