পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q8○ বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( २v ) কেন এমন মান করে তারে মন না করি বিচার । যাহার বদন বিরস কখন দেখি যদি প্রাণ হয় লো বিদার। প্রাণের অধিক যারে, সতত যতন করে, তারে করি মান যত দুঃখ প্রাণ তুমিও ত জান বুঝাব কি আর ॥ ( ২৯ ) এমন কল্যাণকর বিধি প্রাণনিধি না হ’ও নিদয় । দিবানিশি এই অভিলাষ থাকে সে সদয় ॥ কত মত যতনেতে, রতন পেলেম হাতে, অতএব শুন নয়নের অন্তর না হয় ॥ ( రిe ) তবে প্রেমে কি সুখ হত। আমি যারে ভালবাসি সে যদি ভালবাসিত ॥ কিংশুক শোভিত গ্রাণে, কেতকী কণ্টক-হীনে, ফুল ফুটিত চন্দনে, ইক্ষুতে ফল ফলিত ॥ প্রেম-সাগরের জল, তবে হইত শীতল, বিচ্ছেদ-বাড়বানল যদি তাহে না থাকিত ॥ - ( రి) ) মনে করে বারে বারে, নাহিক হেরিব তারে, তার সনে আলাপের নাহি কোন গুণ । হেরিলে সে ভাব আর, না থাকে অন্তরে মোর, পুলক নয়ন রসনা কহিতে চায় শুনিতে শ্রবণ। (১) মম হৃদি কম্প হয়, মনেতে কত উদয়, না যায় কহনে যদি কোন কথা (২) কয়, উত্তর না করি তায় উপজয়ে মান, নয়ন-অন্তরে হয় করিতে রোদন ॥ (৩) (১) নয়ন পুলকিত হয়, রসনা ( তাহার কথা ) কহিতে চায়, ও শ্রবণ ( তাহার কথা ) শুনিতে চায়। (২) কোন কথা=কোন প্রকার কটু কথা । (৩) যখন সে চক্ষুর বাহিরে যায়, তখন আর মান থাকে না,—কাদিতে বসি ।