পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

তোহ্মে সে মোহর রতন ভূষণ
তোহ্মে সে মোহর জীবনে।
এহা বুঝি রাধা মোরে দয়া কর
বুলি তেঁ আতি যতনে॥
তোহ্মার নয়ন মলিন নলিন
আধার কোকনদরূপে।
মদন বাণে কৃষ্ণক রঞ্জিলেঁহ
এ তোর আনুরূপে॥
এ তোর কুচ শোভে মণি জঘনে
নাদ করওঁ রসনে।
বোল হৃদয়ত করোঁ মো তোহর
থল-কমল চরণে॥
মদন গরল খণ্ডন রাধা
মাথার মণ্ডন মোরে।
চরণ-পল্লব আরোপ রাধা
মোর মাথার উপরে॥
পালাওঁ আন্ধার মদন-বিকার
সত্বরে করহ আদেশে।
বাশুলী-চরণ শিরে বন্দিআঁ
গাইল বড়ু চণ্ডিদাসে॥

রাধার বিরহ।

দেখি পল্লব শয়নে।
আঙ্গার-রাশি-সমানে।
মুদয়ে নয়ন আতি তরাসিত মনে॥
বাম করেতে বদনে।
দিআঁ গগনে নয়নে।
তোহ্মাকে চিন্তে রাধা নিশ্চল মনে॥
খনে হাসে খনে রোষে।
খনে কাঁপএ তরাসে।
খনে কান্দে রাধা খনে করএ বিলাসে॥
চলিতে তোহ্মার পাশে।
নারে মদনের রোষে।
বাশুলী-চরণ বন্দি গাইল বড়ু চণ্ডিদাসে॥