পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి సిసి বঙ্গ-সাহিত্য-পরিচয় । দান দেহ দান দেহ বলি ঘন ঘন ডাকে । নদীয়া-নাগরী সব পড়িল বিপাকে ॥ কৃষ্ণ-অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান ৷ আরে মোর গোর দ্বিজমণি । রাধী রাধা বলি কান্দে লোটায় ধরণী ॥ রাধা নাম জপে গোরা পরম যতনে । সুরধুনী-ধারা বহে অরুণ-নয়নে ॥ ক্ষণে ক্ষণে গোরা-অঙ্গ ভূমে গড়ি যায়। রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মুরছায় ॥ পুলকে পূৰ্বল তন্ত্র গদগদ বোল। বাস্থ কহে গোর কেনে এত উতরোল ॥ হরি হরি গোরা কেন কান্দে। নিজ-সহচরগণ পুছই কারণ হেরই গোরামুখ-চান্দে ॥ অরুণিত লোচন প্রেম-ভরে ভেল দুন ঝরঝর ঝরে প্রেম-বারি। ঐছন শিথিল গথল মতিফল খসয়ে উপরি উপরি ॥ সঙরি বৃন্দাবন নিশসই (১) পূন পুন আপন অঙ্গ নিরখিয়া। দুই হাত বুকে মারি রাই রাই করি ধরণী পড়ল মূরছিয়া ॥ তহি প্রিয় গদাধর ধরিয়া করল কোর কহয়ে শ্ৰীবাস মুখ দিয়া । পুন পুন অট্টহাসে জগজন-মন তোষে বান্ধ ঘোষ মরয়ে ঝুরিয়া ॥ নিশি-পরভাতে বসি আঙ্গিনাতে বিরস বদনখানি । গৌরাঙ্গ-চাদের হেন ব্যবহার এমতি কতু না জানি ৷ সই এমতি করিল কে ? গোরা গুণ-নিধি বিধির অবধি তাহারে পাইল সে ॥ ধ্রু ॥ কন্তু,রি চন্দন করি ঘরিষণ গাথিয়া ফুলের মালা। বিচিত্র পালঙ্কে শেষ বিছাইনু গুইবে শচীর বালা (২) । হেদে গো সজনী সকল রজনী জাগিয়া পোহাল বসি । তিলে তিনবার দণ্ডে শতবার মন্দিরে বাহিরে আসি ৷ (১) নিশ্বাস ফেলে। (২) বালক ।