বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। o ৯৭১ অঙ্গের সৌরভে ভ্রমরা ধায়লি ঝঙ্কারে বেঢ়িয়া রাই। অঙ্গের বসন খসায় কখন সঘনে ঝাপএ তাই ॥ (১) চরণ সুভঙ্গী অতি সে সুরঙ্গ ঠাহরে (২) পরাণ মোর। অঙ্গুলির আগে চাদসে ঝলকে পড়িছে উছলি জোড় ॥ চাহে যার পানে বধএ পরাণে দারুণি চাহনি তার । হিয়ার ভিতরে কাটিয়া পাজরে বিন্ধিয়া করল পার ॥ জরজর হিয়া রহিল পড়িয়া চেতন হরিল মোর। চণ্ডিদাসে কয় ব্যাধি কিছু নয় দেখিয়া হইলা ভোর ॥ ( & ) পথে জড়াজড়ি (৩) নবীন নাগরী সর্থীর সহিত যায়। সকল অঙ্গ মদনে তরঙ্গ ঈষৎ নয়নে চায় ॥ সখি কে বলে মোহনী সে । যদি সে সদয়ে অনুমতি দেয় তার সনে করি লে (৪) । (৫) নীল মুকুতার হার মনোহর শোভিত দেখিএ গলে । যেন তারাগণ উদিত গগন চাদেরে বেঢ়িয়া জলে (৬ ॥ হাসির রাশি মনে খুসি যদি দান করে দাতা। (৭) চণ্ডিদাসে কয় মনে করি ভয় কে জানি মাগিবে তায় । যে ধন মাগিবে তাহা না পাইবে অপযশ পাছে রয় ॥ ( , ) আজানুলম্বিত করি কর মত কনক চুড়ি যে সাজে। হেরিয়া বদন গেলা যে মদন মুখ না তুলিছে লাজে ॥ মাজ অতিক্ষীণ কেশরী যেমন বিমান যেমন চাক (৮) । চরণ-কমলে ভ্রমর দোলএ দুদিকে বেঢ়িয়া ঝাক ॥ (১) “কবহু ঝাপয়ে অঙ্গে কবহু উঘার” –বিদ্যাপতি। কখন কখন অঙ্গ বস্ত্রাবৃত করে, কখন উন্মুক্ত করে। (২) কাপে। (৩) গলাগলি । (৪) স্নেহ, অনুরাগ। (৫) যদি সে সদয় হইয়া অনুমতি দেয় তবে তাহার সঙ্গে প্রেম ইচ্ছা করি। (৬) জলে প্রতিবিম্বিত । (৭) যদি দাতা ( রাধিক ) তাহার হাসির রাশি দান করে, তবে মন খুলী হয়। (৮) রথ-চক্রের দ্যায়।