পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২৬ দেহ-ত্যাগ বঙ্গ-সাহিত্য-পরিচয় । চরণে ধরি কহে হরিদাস না করিহ মায়া । অবশু মো অধমে প্রভু করিবে এই দয়া ৷ মোর শিরোমণি যেই মহা-মহাশয় । তোমার লীলার সহায় কোটি কোটি হয় ॥ অামা হেন এক কীট যদি মরি গেল । এক পিপীলিকা মৈলে পৃথ্বীর কাহা হানি হৈল ভক্ত-বৎসল প্রভু তুমি মুঞি ভক্তাভাস। অবশ্য পূরিবে প্ৰভু মোর এই আশ ॥ মধ্যাহ্ন করিতে প্ৰভু চলিলা আপনে । ঈশ্বর দেখি আসি কালি দিবে দরশনে । তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন। মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন । প্রাতঃকালে ঈশ্বর দেখি সব ভক্ত লঞা। হরিদাসে দেখিতে আইলা বিলম্ব তেজিয়া ॥ হরিদাসের আগে আসি দিল দরশন। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব-চরণ ॥ প্রভু কহে হরিদাস কহু সমাচার । হরিদাস কহে প্ৰভু যে কৃপা তোমার ॥ অঙ্গনে আরম্ভিল প্রভু মহা-সঙ্কীৰ্ত্তন। বক্রেশ্বর পণ্ডিত র্তাহ করেন নর্তন ॥ স্বরূপ গোসাঞি আদি যত প্রভুর গণ। হরিদাসে বেঢ়ি করে নাম-সঙ্কীর্তন ॥ রামানন্দ সাৰ্ব্বভৌম এ সভার অগ্ৰেতে। হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে ॥ হরিদাসের গুণ কহিতে প্ৰভু হৈলা পঞ্চমুখ। কহিতে কহিতে প্রভুর বাঢ়ে মহাসুখ ॥ হরিদাসের গুণে সভার বিস্মিত হৈল মন । সব ভক্ত বন্দে হরিদাসের চরণ ॥ হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল। নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল ॥ স্ব-হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। সব ভক্তের পদরেণু মস্তকে ভূষণ ।