বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> うo 。 বঙ্গ-সাহিত্য-পরিচয় । তথাচ পাতক সদা করি হরষিতে । অতএব মহামূঢ় আঙ্গি ত্ৰিজগতে ॥ পুণ্য-বৃক্ষে সুখ-ফল ধরে অতিশয়। রোপিয়াছি পাপ-বৃক্ষ মুঞি পাপশয় ॥ পুণ্য-বৃক্ষ-উপার্জনে নাহি মোর মতি। তুমি না তরাইলে নাথ মোর কোন গতি ॥ তোমার চরণ-পদ্মে অমৃত পরম। মোর চিত্ত হৌক তাথে মধুকর-সম । দান-বিরহিত মোর হস্ত দুইখানি। বদনে নাহিক সত্য সুমধুর বাণী ॥ পাপকথা-শ্রবণে ত মোর কর্ণ রত। পাপদৃষ্টি নয়ন-যুগলে অবিরত ৷ এহি সব দোষ হর মুঞি সেবকের। তুমি সে রক্ষক প্রভু শরণাগতের ॥ ংসার-সাগর ঘোর মধ্যে কদাচিৎ ৷ ভক্তিরূপে নৌকাখানি পাইয়া নিশ্চিত ॥ তথাপি জন্মায় মোর রাশা বিশাল। অতএব সতত আমার দুঃখ-কাল ॥ আছএ স্থপথ হৈতে ভবসিন্ধু পার। প্রসন্ন হুইয়া যদি কর অঙ্গীকার ॥ মোহ-অন্ধকারে মুঞি হয়্যাছি পতিত। এতেকে না দেখি পাদপদ্ম কদাচিৎ ৷ মুঞি পাতকীর চিত্তে ছিল যত ভয় । বিশিষ্ট্ররূপে বিনাশ করিলা দয়াময় ॥ পাদ-পদ্ম তোমার বন্দিত দেবগণে । হেন পদ স্বপ্নে মুঞি দেখিলু নয়নে ॥ ব্যাসে বোলে স্তুতি শুনি বিধির বিধাতা। হাসিয়া বলিল প্রভু ভবার্ণব-কৰ্ত্ত ॥ তুষ্ট হৈল দ্বিজোত্তম ভক্তিএ তোমার। অবিলম্বে হৈব তোর কল্যাণ অপার । অন্ত জন্মে যদ্যপি পাতকী তুমি ছিল। আমার কৃপায় তাথে পরিত্রাণ হৈলা ৷ ই জন্মে হৈলা মোর ভক্ত অতিশয়। নহিব বিপত্তি তোর কহিল নিশ্চয় ॥