〉88b" বঙ্গ-সাহিত্য-পরিচয় ।
আগমনী ।
আজ শুভ নিশি পোহাইল তোমার এই যে নন্দিনী আইল
বরণ করিয়া আন ঘরে । মুখ-শশী দেখ আসি দুরে যাবে দুঃখরাশি
ও চাদ-মুখের হাসি সুধারাশি ক্ষরে ॥ শুনিয়া এ শুভ বাণী এলো চুলে ধায় রাণী
বসন না সংবরে । গদগদ ভাব-ভরে ঝর ঝর আখি ঝরে
豪 豪 豪 臺 豪
পাছে করি গিরিবরে অমনি কাদে গলা ধরে।
箏 豪 * 豪 পুনঃ কোলে বসাইয়। চারুমুখ নিরথিয়
চুম্বে অরুণ অধরে।
বলে জনক তোমার গিরি পতি জনম-ভিখারী
তোমা হেন সুকুমারী দিলাম দিগম্বরে। যত সহচরীগণ হয়ে আনন্দিত মন
হেসে হেসে এসে ধরে করে । কহে বৎসরেক ছিলে ভুলে এত প্রেম কোথা খুলে
কথা কহ মুখ তুলে ত্ৰাণ কর মারে। কবি রামপ্রসাদ দাসে মনে মনে কত হাসে
ভাসে মহা-আনন্দ-সাগরে । জননীর আগমনে উল্লসিত জগজ্জনে দিবা নিশি নাহি জানে আনন্দে পাসরে ।
ওগো রাণি নগরে কোলাহল উঠে চল চল
নন্দিনী-নিকটে তোমার গো । চল বরণ করিয়া গৃহে আনি গিয়া
এসো না সঙ্গে আমার গো ॥ - জয় কি কথা কহিলি আমারে কিনিলি
কি দিলি শুভ সমাচার। তোমাদের অদেয় কি আছে এস দেখি কাছে প্রাণ দিয়া শুধি ধার গো ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০০
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
