পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>86 o বঙ্গ-সাহিত্য-পরিচয় । পচা চৰ্ম্ম-ঝুলী করে লোল ঝুলে। মহাঘোর-আভা পিনাকে ত্ৰিশূলে । ধিয়া তাধিয়া তাধিয়া ভূত নাচে। উলঙ্গী উলঙ্গে পিশাচী পিশাচে ॥ সহস্ৰে সহস্ৰে চলে ভূত দানা। হুহুঙ্কার হাকে উড়ে সর্পবাণী ॥ চলে ভৈরব ভৈরবী নন্দী ভৃঙ্গী। মহাকাল বেতাল তাল ত্রিশৃঙ্গী। চলে ডাকিনী যোগিনী ঘোর বেশে । চলে শাখিনী পেতিনী মুক্তকেশে। গিয়া দক্ষ-যজ্ঞে সবে যজ্ঞ নাশে । কথা না সরে দক্ষরণজে তরাসে ॥ অদূরে মহারুদ্র ডাকে গভীরে। আরে রে অরে দক্ষ দেরে সতীরে ॥ ভূজঙ্গপ্রয়াতে কহে ভারতী দে। সতী দে সতী দে সতী দে সতী দে ॥ হরগৌরী। (অৰ্দ্ধ-নারীশ্বর। ) কি এ নিরুপম শোভা মনোরম হরগৌরী এক শরীরে। শ্বেত-পীত-কায় রাঙ্গা ছুটী পায় নিছনি (১) লইয়া মরিরে ॥ আধ বাঘছাল ভাল বিরাজে আধ পট্টম্বর সুন্দর সাজে। আধ মণিময় কিঙ্কিণী বাজে আধ ফণিফণা ধরি রে ॥ আধই হৃদয়ে হাড়ের মালা আধ মণিময় হার উজালা। আধ গলে শোভে গরল কালা আধই সুধা-মাধুরী রে । এক হাতে শোভে ফণিভূষণ এক হাতে শোভে মণি-কঙ্কণ। আধ মুখে ভাঙ্গ ধুতুরা ভক্ষণ আধই তাম্বুল পুরি রে। ভাঙ্গে ঢুলুঢুলু এক লোচন কজ্জলে উজ্জ্বল এক নয়ন। আধ ভালে হরিতাল শোভন আধই সিন্দুর পূরি রে । কপাল লোচন আধই আধে মিলন হইল বড়ই সাধে। দুই ভাগ অগ্নি এক অবাধে হইল প্রণয় করি রে ॥