কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ । (>) মৃত্তিক-ভক্ষণ-ছলে যশোদারে কুতুহলে বিশ্বরূপ মুখে দেখাইলা ॥ ননী চুরি কৈলা হরি . যশোদা আনিল ধরি উদখলে করিলা বন্ধন। গোচারণে বনে গিয়া বকাসুরে বিনাশিয়া অঘ অরিষ্টের বিনাশন। বধ কৈলা বৎসাক্ষর কেশীরে করিলা চুর বল-হাতে (১) প্ৰলম্ব বধিলা । ইন্দ্ৰ-যজ্ঞ ভঙ্গ করি গোবৰ্দ্ধন-গিরি ধরি বৃষ্টি-জলে গোকুল রাখিলা ৷ ব্ৰজ পোড়ে দাবানলে পান করিলেন ছলে করিলেন কালিয় দমন । সহচর পাঠাইয় যাজ্ঞিকান্ন আনাইয়া করিলেন কাননে ভোজন ॥ বিধাতা মন্ত্রণা করি শিশু বৎসগণ হরি রাথিলেন পৰ্ব্বত-গুহায় । নিজ-দেহ হৈতে হরি শিশু বৎসগণ করি বিধাতারে মোহিলা মায়ায় ৷ গোপের কুমারী যত করে কাত্যায়নী-ব্রত হরি লৈলা বসন হরিয়া। কীৰ্ত্তিকী পূর্ণিমা পেয়ে মধুর মুরলী গেয়ে রাসক্রীড়া গোপিনী লইয়া। করিতে আপন-ধ্বংস অক্ৰুরে পাঠায়ে কংস হরি লয়ে গেল মথুরায়। ধোপ বধি বস্ত্র পরি কুজারে সুন্দরী করি (২) সুশোভিত মালীর মালায় ৷ দ্বারে হস্তী বিনাশিয়া চানুৱাদি নিপাতিয়া কংসাসুরে করিলা নিধন। বসুদেব-দৈবকীরে নতি কৈলা নত শিরে দূর করি নিগড়-বন্ধন ॥ বলদেবের হস্তে । (২) কুজাকে সৌন্দৰ্য্য দান করিয়া। >8 మిలి
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৫
অবয়ব